বন দপ্তরের গাফিলতিতে মারা গেল বিরল প্রজাতির বাগরোল শাবকটি।

31/08/2015 01:32

 

হট নিউজ, বাগদা:  বন দপ্তরের সীমাহীন গাফিলতিতে অবশেষে মারা গেল বিরল প্রজাতির বাগরোল শাবকটি। বাগদা থানার দেহালদা গ্রামে এক রাত্রে হঠাৎই ধূমকেতুর মত আবির্ভাব ঘটে এক পূর্ণবয়স্ক বাগরোলের। তার অত্যাচারে অতীষ্ঠ হয়ে গ্রামবাসীরা তাকে বিষ দিয়ে মেরে ফেলে। ওই পূর্ণবয়স্ক বাগরোলের মৃত্যুর মাস ৫/৬ পরে ভেড়ীর ধারে একটা দিন সাতেকের বাগরোল শাবক কে ঘোরাফেরা করতে দেখে দেহালদা গ্রামের   তাকে বাড়ীতে নিয়ে এসে পালন করতে থাকে এবং বন দপ্তরের খবর পাঠায়। কিন্তু বন দপ্তরের কর্মকর্তারা কয়েক মাস অতিবাহিত হবার পরও বার বার জানানোর সত্ত্বেও এই বিরল প্রজাতির বাগরোল শাবক কে উদ্ধারের জন্য কোন তৎপরতা দেখায়নি বলে এলাকাবাসীর অভিয়োগ। এই কমাসে শাবকটি দুধ, ভাত, রান্না করা মাছ, মাংস খেয়ে বেশ বড় হওয়ায় বন্য জীবন যাপন অসম্ভব হয়ে উঠেছিল বাগরোল শাবকটির। অপর দিকে বন দপ্তরের তরফ থেকে বাগরোল শাবকটিকে বনের জিনিষ বনে ছেড়ে দেবার নির্দেশ আসে কিন্তু শাবকটি ততক্ষনে মানুষের সঙ্গে থাকতে এবং রান্না খাবার খেতে অভ্যস্থ হয়ে পড়েছে।  বন দপ্তরের নির্দেশে শাবকটিকে বনের মধ্যে ছেড়ে দিলেও সে খাবারের কারনে ঘরে ফিরে আসতে যেয়ে সম্প্রতি কুকুরের আক্রমনে মারা যায় এই বিরল প্রজাতির জন্তুটি। বন দপ্তরের কর্মকর্তাদের কর্তব্য-কর্মে অবহেলা আর সীমাহীন গাফিলতিতে রীতিমত ক্ষুব্ধ এলাকাবাসী।