অচেনা দুই ব্যাক্তির বিরুদ্ধে বোমা ছোড়ার অভিযোগ উপ-প্রধানের

হট নিউজ বাগদা ঃ-
গত ২২শে জুলাই রাত ১১টার সময় বাইসাইকেল যোগে বাজার থেকে বাড়ী ফেরার সময় বাগদা হাইস্কুলের সামনে দু’জন দুস্কৃতি বাগদা পঞ্চায়েতের উপ-প্রধান অমুল্য হালদারের উদ্দেশ্যে একটা টিনের কৌটা বোমা ছোঁড়ে বলে পঞ্চায়েতের উপ-প্রধান অমুল্য হালদার জানিয়েছেন৷ জানা গেছে বোমার আগুনে অমুল্য হালদারের পরিধেয় টি-শার্টের কিছু অংশ পুড়ে যায়, তবে শরীরে তেমন কোন আঘাতে লাগেনি বলে অমুল্য বাবু জানিয়েছেন তিনি আরো জানিয়েছেন কৌটার সব বোমাগুলি একত্রে ফাঁটলে তাঁর পরিস্থিতি আরো খারাপ হতে পারতো৷ ঘটনাস্থলের পাশেই বাড়ী, ২০১৩-এর পঞ্চায়েত নির্বাচনের নির্দল প্রার্থী দীনবন্ধু হীরা জানান ২/৩টা বোমা ফাটার শব্দ শুনেছি তখন ভেবেছি পটকার আওয়াজ, খবর পেয়ে তিনি ঘটনা পৌছে দেখেন বোমার আগুনে অমুল্য হালদারের পরিধেয় টি-শার্টের কিছু অংশ পুড়ে গেছে এবং পাশে পড়ে আছে একটা টিনের দুধের কৌটা যার মধ্যে আছে ২০/২৫টা বুড়ীমা চকলেট বোমা, কেরসিন মাখানো কিছু কাপড় ও কাগজ৷ ২/৩টা বোমা ফাটার শব্দে কৌটার মুখ খুলে যাওয়ায় কয়েকটা চকলেট বোমা রাস্তার আশপাশে ছড়িয়েও ছিল৷ ফোন করলে বাগদা থানার পুলিশ ঘটনাস্থলে এসে বোমার কৌটা এবং পোড়া টি-শার্টটি জব্দ করে৷ এ ব্যাপারে কোন আসামী নাম উল্লেখ না করে বাগদা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে৷
