অটো ড্র্রাইভারকে মারপিঠ হঠাৎই উত্তপ্ত বাগদা

হট রিপোর্ট বাগদা ঃ-
গত কয়েক দিন পুর্বে তৃনমুল সমর্থিত গভঃ রেজিঃ বাগদা অটো ইউনিয়নের এক অটো ড্র্রাইভারকে মারপিঠ করাকে কেন্দ্র করে গত ১৪ই জুলাই বাগদা হঠাৎই উত্তপ্ত হয়ে উঠে৷ বয়রা এলাকার অটো সহ ড্র্রাইভার কাম অটো মালিক শুকদেব বিশ্বাস(তৃণমুলের মেম্বার বয়রা জি.পি)কে আটকে রাখে বাগদা অটো ইউনিয়ন৷ এই খবর বয়রা এলাকায় পৌছালে তৃণমুল নেতা মুকুন্দো পোদ্দারের নেতৃত্ত্বে একদল লোক কুড়ুলিয়া বাজারে বাস অবরোধ করে৷ পরে থানা এসে বিষয়টি মিটিয়ে নেবার আশ্বাস দিলে অবরোধ ওঠে৷ বাগদা থানার পুলিশ বাগদা অটো ইউনিয়নের হাতে আটককৃত অটো মালিক শুকদেব বিশ্বাস(মেম্বার)কে জিজ্ঞাসাবাদের জন্য থানাতে নিয়ে গেছে৷ এ ব্যাপারে বাগদা অটো ইউনিয়নের সভাপতি লক্ষী পাল জানান, তাঁদের ইউনিয়ন বাগদা ব্লকের ১৩/১৪টা রুটে মোট ৬০টা অটো পরিচালনা করেন৷ এতে অনেক বেকার ছেলের রুটি রুজির সংস্থান হচ্ছিল কিন্তু হঠাৎই বয়রা এলাকার CPM এর বাদলবাবু, আছের মিয়া ও TMC এর মুকুন্দো পোদ্দার ৫/৬টা অটো কিনে নিজেদের ইচ্ছামত একই রুটে চালাতে থাকে৷ লক্ষী বাবুর বক্তব্য, তাঁদের রুঁট কটি বাদ দিয়ে নতুন রুটে ওরা চলুক কিন্তু তা না করে ওরা উল্টোটা করছে৷ ওদের কোন ইউঃ নেই, রেজিঃ নংই নেই আবার খেয়াল খুশিমত কাজ-কারবার করছে৷
