অবসর প্রাপ্ত সেনাবাহিনী কল্যাণ সমিতির ৭১তম প্রজাতন্ত্র দিবস উদযাপন ।

হট রিপোর্ট : হেলেঞ্চা, বাগদা ব্লক অবসর প্রাপ্ত সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী ও আধা সামরিক বাহিনী কল্যাণ সমিতির উদ্যোগে সাড়ম্বরেই রেই পালিত হল ৭১তম প্রজাতন্ত্র দিবস। প্রাক্তন সেনা সদস্যরা সাধারণতন্ত্র দিবসটিকে শ্রদ্ধার সাথে উদযাপন করতে সকালে জাতীয় সঙ্গীত পরিবেশন কালে হেলেঞ্চা 'নন্দন লজ' প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।দ্বিতীয় পর্যায়ে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে পদযাত্রা। শব্দ যন্ত্রে দেশাত্মবোধক সঙ্গীতের মূর্চ্ছনা, ব্যান্ড পার্টির যুগোপযোগী তাল হেলে
ঞ্চার রাস্তায় অবসর প্রাপ্ত সেনা কল্যাণ সমিতির সদস্য সদস্যা ও পরিবারবর্গের সমবেত পদযাত্রায় সমৃদ্ধ হয় হেলেঞ্চার পিচ ঢালা পথ। তৃতীয় পর্যায়ে হেলেঞ্চা 'নন্দন লজে' সেনা চাকরী সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা সভা, অবসর প্রাপ্ত সেনা কল্যাণ সমিতির সদস্য সদস্যাদের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মধ্যাহ্ন ভোজের আনন্দে ভাষে সেনা কল্যাণ সমিতির সদস্য সদস্যা ও আমন্ত্রিতরা।

