অভিনভ প্রতরনা বাগদায়

16/05/2014 11:53

হট রিপোর্ট(বাগদা)উঃ২৪পরগনাঃ-

অবিনভ প্রতারণার স্বীকার হলো এবারে উঃ ২৪পরগনা জেলার বাগদা থানার অসংখ্য সরল গ্রামবাসী৷ কলকাতা বড় বাজারের এক ষ্টীল বাসনের কোম্পানীর কতিপয় হকার্স তাদের কোম্পানীর প্রচারের জন্য আকর্ষনীয় উপহার দেবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা লুটে নিয়েছে বলে একাধিক এলাকা বাসীর অভিযোগ৷ অভিযোগকারীরা জানিয়েছে, উক্ত হকাররা ২৬৬০টাকার বিনিময়ে ১টা হাড়ি, ১টা গামলা, ১টা থালা, ১টা বাটি, ১টা বালতি, ১টা কড়াই কিনলে উপহার হিসাবে ১মাস পরে ১টা বৈদ্যুতিক রুটি তৈরীর মেশিন ফ্রী এবং কোম্পানীর প্রচারের বৃহত্তর স্বার্থে বোনাস হিসাবে কেবল টিভির রোজগেরে গিন্নী অনুষ্ঠানের পক্ষথেকে ৭টি প্রশ্নের সর্ব্বোচ্য উত্তর দানকারী পাবেন যথাক্রমে ১ভরি ও আধ ভরি ওজনের সোনার চেইন, ষ্টিল আলমারী, ২১ ইঞ্চি এল.ই.ডি টিভি, ডাইনিং চেয়ার টেবিল সেট, ইনডাংশান কুকার, গ্যাস সিলিন্ডার, গ্যাস ওভেন, বৈদ্যুতিক রুটি তৈরীর মেশিন, বৈদ্যুতিক স্ত্রি, সিলিং ফ্যান, প্রেসার কুকার, টেবিল ফ্যান, সেলাই মেশিন, মোবাইল ফোন, ট্যুরিষ্ট ব্যাগ, ডিনার সেট, চা ও সরবত সেট ইত্যাদি৷ অথচ নির্ধারিত সময় অতিবাহিত হবার পরও কোন ক্রেতাই কোন পুরস্কার বা উপহার অদ্যবধি পায়নি৷ কেবল টিভির রোজগেরে গিন্নীর উপহার তালিকায় দুটি মোবাইল নং যথাক্রমে ৮০১৬৭১০৬৪৭ ও ৯৫৪৭৮৫৬৫৬৮ এবং ক্যাশ মেমোতে ৯৫৪৭৮৫৬৫৬৮/৮৭৭২৫২৯৪৮৪ নং ফোনে কল করলে অন্য লোকের কন্ঠ ভেষে আসছে কোন সদুত্তর পাওয়া যাচ্ছে না৷

জানাগেছে, উক্ত হকাররা তাদের মালামাল বেচাকেনাতে যে কৌশল অবলম্বন করে সেটা হলো ২৬৬০টাকা মুল্যের ১টা হাড়ি, ১টা গামলা, ১টা থালা, ১টা বাটি, ১টা বালতি, কিছু টাকা ডাউন পেমেন্ট দিয়ে ২৪ মাসের কিস্তিতেও যেকোন ক্রেতা কিনতে পারবে আর নগত মুল্যে কিনলে ১টা গামলা, ১টা থালা, ১টা বাটি ফ্রী সঙ্গে আকর্ষনীয় উপহার দেবার কুপন এবং রোজগেরে গিন্নী অনুষ্ঠানের তারকাদের হাতথেকে সরাসরি প্রশ্নের উত্তর দানকারীদের মেধানুযায়ী পাবেন যথাক্রমে সোনার চেইন, এল.ই.ডি টিভি, ডাইনিং চেয়ার টেবিল সেট, ইনডাংশান কুকার, গ্যাস সিলিন্ডার, গ্যাস ওভেন, বৈদ্যুতিক রুটি তৈরীর মেশিন, বৈদ্যুতিক স্ত্রি, সিলিং ফ্যান, প্রেসার কুকার, টেবিল ফ্যান, সেলাই মেশিন, মোবাইল ফোন, ট্যুরিষ্ট ব্যাগ, ডিনার সেট, চা ও সরবত সেটে ইত্যাদির মধ্যে যেকোন ১টি পুরস্কার৷ ১টি প্রশ্নেরও উত্তর দিতে না পারলে ৫৮০টাকা মুল্যের ককিন্স কোম্পানীর ইলেক্ট্রনিক্স রুটি তৈরীর মেশিন সান্তনা পুরস্কার হিসাবে থাকছেই৷ আকর্ষনীয় এত সব পুরস্কারের লোভে এত্র এলাকার লোকজন ধারদেনা করে টাকা যোগাড় করে নগতেই কিনেছে এই সব সামগ্রী৷ পুরস্কারের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা লুটে নিয়েছে এ সব হকাররা৷ এ সব হকাররা ৩/৪টা সেটের খদ্দের যোগাড় কারীদেরকে এজেন্ট হিসাবে লোভনীয় পুরস্কার প্রদানেরও প্রতিশ্রুতি দিয়েছিল৷ পুরস্কার পাবার আশায় এসকল গ্রাম্য এজেন্টরা হকারদের মালামাল বেচাকেনাতে পুর্ণাঙ্গ সহযোগীতা করেছে৷ এমতাবস্থায় প্রতারিত গরীব মূর্খ এলাকাবাসী সংশ্লিষ্ঠ বিভাগে উর্ধ্বতন কত্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন৷