আই.টি.আই কলেজ হেলেঞ্চাতে

31/08/2015 01:20

হট নিউজ, বাগদা: বাগদার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেনী কল্যান মন্ত্রী ডঃ উপেন্দ্র নাথ বিশ্বাসের বাগদা বাসীর জন্য আরেকটি নতুন সংযোজন হেলেঞ্চাতে  আই.টি.আই কলেজের কাজ প্রায় সমাপ্তির পথে। স্থানীয় তৃণমুল কংগ্রেস সূত্রের খবর, ২০১৫ সালের মধ্যেই সদ্য সমাপ্ত কৃষান মান্ডী ও আই.টি.আই কলেজের শুভ উদ্বোধন করা সম্ভব হবে। বাগদার রূপকার মাননীয় মন্ত্রী ডঃ উপেন্দ্র নাথ বিশ্বাসের বাগদা প্যাকেজের মধ্যে রয়েছে আই.টি.আই কলেজ, কম্পিউটারে ইংরাজী শিক্ষার কোর্স, নলেজ সেন্টার, বাচ্চাদের জন্য অত্যাধুনিক ইংলিশ মিডিয়াম স্কুল, প্রবীন নাগরিকদের জন্য ভাষা শিক্ষা কেন্দ্র, কৃষি-শ্রমিক কল্যান কেন্দ্র, ভ্রাম্যমান চিকিৎসা পরিসেবা, পাকা রাস্তা, ব্রীজ, কালভার্ট, সকল গ্রামে বিদ্যুতায়ন, আদিবাসী অধ্যাষিত গ্রাম গুলিতে সৌর বিদ্যুতের সুবিধা প্রদান, চাষীদের সুবিধার্থে কৃষান মান্ডী স্থাপন, চাষে বিপ্লব আনার জন্য চাষীদেরকে বৈদ্যুতিক মটর প্রদান, কৃষি উপকরনাদি প্রদান, সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়েদের পড়াশুনার সুবিধার্থে বাই-সাইকেল প্রদান, রেশন কার্ড, বার্থ সার্টিফিকেট, কাষ্ট সার্টিফিকেট, ইত্যাদি প্রাপ্তিতে সহজী করন।