আজব কলার কাঁদি

16/12/2015 21:07

হট নিউজ, বাগদা-উঃ২৪পরগনা,  আজব কলার কাঁদি দেখতে ভীড় জমছে উঃ২৪পরগনা জেলার বয়রা দাস পাড়ার জলের ট্রাংকি সংলগ্ন হরেকৃষ্ণ দাসের বাড়ীতে৷ কয়েক মাস আগে হরেকৃষ্ণ এক পড়শির কাছ থেকে দুটো কাঁচ কলার চাঁরা এনে তার বাড়ীতে রোপন করলে গত আড়াই মাস পুর্বে কাঁচকলা গাছে রহস্যজনক ভাবে নতুন ধরনের এই কলার কাঁদি পড়ে৷ এই রিপোর্ট লেখা পর্যন্ত কলার কাঁদিটি ১০ ফুট মত লম্বা হয়েছে৷ এই কাঁদিতে এ পর্যন্ত ৭৬ লাইন কলা ধরেছে প্রতিটি লাইনে ৫৭ পিস করে কলা রয়েছে৷ সব মিলিয়ে এই কাঁদিতে এ পর্যন্ত ৪৩৩২ পিস কলা ধরেছে৷ রহস্যজনক কলার কাঁদি মালিকের বক্তব্য, গাছটিতে মোচা পড়ার সময় মোচার সাইজ যেমন ছিল, ৪৩৩২ পিস কলা ছাড়ার পরও নাকি মোচার সাইজ একই রয়েছে৷ কাঁদি মালিক হরেকৃষ্ণ বাবুর দাবী, মোচা অনুযায়ী কাঁদিটি এখনো কয়েক ফুট লম্বা হবে৷ কয়েক জন বয়স্ক কলারকাঁদি দর্শনার্থীদের বক্তব্য, তাঁদের জীবনে এমন কলারকাঁদি আর দ্বিতীয়টি কোথাও দেখেননি৷ কাঁচকলা গাছে আজব কলার কাঁদি হওয়াতে কলাগাছে দেব-দেবী ভর করেছে ভেবে এলাকার ধর্মমনা লোকজন কলাগাছের গোড়ায় ধূপ, প্রদীপ জ্বালিয়ে ফুল, পয়সা ও প্রসাদ দিয়ে রীতিমত পূজা শুরু করে দিয়েছে৷