আদিবাসী ও পাড়ুই সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়াড়েন পরিতোষ বাবু।
27/03/2020 21:06
হট নিউজ : বাগদা, করোনা মোকাবিলায় স্বেচ্ছায় গৃহবন্দি বাগদা ব্লকের বয়রা গ্রাম পঞ্চায়েতের কুড়ুলিয়া ও মেহেরানী গ্রামের আদিবাসী ও পাড়ুই সম্প্রদায়ের দিন আনা দিন খাওয়া, গরিব দুস্থ মানুষের পাশে দাঁড়ালেন উত্তর ২৪পরগনা জেলা পরিষদের সদস্য তথা বাগদা পূর্ব ব্লকের মানবিক সভাপতি পরিতোষ কুমার সাহা। আজ সকালে দলের পক্ষ থেকে কর্মবিমুখ এ সকল অনুন্নত শ্রেণীর মানুষদের বাড়িতে পৌছে কিছু চাল, আলু ও সাবান
দিয়ে তাদের কিছুটা হলেও খাবারের চাহিদা মেটানোর চেষ্টা করলেন তিনি। এই মহৎ কর্মযজ্ঞ পরিতোষ বাবুর সঙ্গে ছিলেন, বয়রা পঞ্চায়েত প্রধান অসিত মন্ডল, শিক্ষক নেতা শ্যামল সর্দার, পঞ্চায়েত সদস্যগন সহ আঞ্চলিক নেতৃত্বগন।
