আপত্তিকর বক্তব্য রাখার জন্য বাড়ীতে হামলা
হট রিপোর্ট বাগদা ঃ-
গত বৃহঃপতিবার হেলেঞ্চায় ব্লক তৃণমুল কংগ্রেসের এক সভায় আপত্তিকর বক্তব্য রাখার জন্য বাগদা ব্লক তৃণমুল কংগ্রেসের প্রাক্তন ছাত্রনেতা জয়ন্ত বিশ্বাসের বাড়ীতে হামলা চালালো তৃণমুল কংগ্রেসেরই মন্ত্রী সমর্থিত পক্ষ৷ ছাত্রনেতা জয়ন্ত বাবু জানিয়েছেন, বাগদা ব্লক যুবতৃণমুল কংগ্রেসের সভাপতি তুলসী বিশ্বাস, যুব নেত্রী মাধুরী সরকার, বাপী সরকার, তৃণমুল ছাত্র পরিষদের সভাপতি বিপ্লব সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, সুজিত বিশ্বাস, পলাশ বিশ্বাস প্রমূখরা তার বাড়ী হামলা চালিয়ে জানলার কাঁচসহ আসবাবপত্র ভাংচুর করার অভিযোগে বাগদা থানায় একটা জিডি করেছেন গত শুক্রবার৷ জিডি নং ৬৮৯৷ জয়ন্ত বাবু আরো জানিয়েছেন, থানা এ ব্যপারে কোন ব্যাবস্থা না নিলে তিনি আদালতে যাবেন৷ এই ঘটনার ব্যাপারে বিবাদী পক্ষের বাপী সরকার জানান, জয়ন্ত গত পঞ্চায়েত নির্বাচনেও নির্দলের প্রার্থী ছিল৷ সে ব্যাক্তি আক্রোশের বশবর্তী হয়ে জনসভায় যে ধরনের বক্তব্য রেখেছিল তাতে এলাকার শতাধিক লোক অসন্তোষ প্রকাশ করে এবং তার বাড়ীতে যেয়ে ভদ্রভাবে তার বক্তব্যের সপক্ষ্যে কি প্রমান আছে জানতে চাই৷ ভাংচুরের ঘটনা বানোয়াট তাছাড়া রাত্রে তো তারঘরের সকল দরজা বন্ধই ছিল আর ভাংচুর হলে পুলিশ কেস হতোনা?
