আলোর দিশারী সংস্থার আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

হট রিপোর্ট বাগদা ঃ-
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গত ৮ই মার্চ্চ বাগদার অন্যতম সমাজ কল্যান মূলক সংগঠন “বাগদা আলোর দিশারী সংস্থা” এলাকার আবাল-বৃদ্ধ-বনিতাদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে৷ শোভাযাত্রার শেষে উক্ত সংস্থা হেলেঞ্চা যাত্রী প্রতিক্ষালয় প্রাঙ্গনে নারী দিবস প্রসঙ্গে এক আলোচনা সভার আয়োজন করে৷ আলোচনা সভার শেষে গত ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে “বাগদা আলোর দিশারী সংস্থা” আয়োজিত বিভিন্ন গ্রুপের অঙ্কন ও আবৃতি প্রতিযোগীতায় ১৯জন বিজয়ীদের মাঝে পুরস্কার ও শংসাপত্র প্রদান করে৷
