আশ্রমের সাধুদের কম্বলদান বাগদাতে

10/12/2013 07:28

হটনিউজ বাগদা ঃ-

বাগদাতে গরীব দুঃখীদের সেবাই এবার এগিয়ে এলো সাধুরাও৷ হ্যাঁ, বাগদার ঐতিহ্যবাহী সরকার অনুমোদিত একমাত্র আশ্রম ‘নরনারায়ন সেবাশ্রমের’ সাধুরা রক্তদান শিবিরের আয়োজন ও বিভিন্ন প্রকার জন-কল্যান মূলক কর্মকান্ডের পাশাপাশি প্রতি বছরের ন্যায় এবারও শীতের প্রারম্ভে বাগদা ব্লকের(SC/ST)সম্প্রদায়ের প্রকৃত গরীব-দুঃখী ও বয়স্কদের মাঝে ৫০০পিস কম্বল বিতরণ করে তাদের শীত নিবারণের ব্যাবস্থা করেন৷ গত ৮ই ডিসেম্বর বাগদার নরনারায়ন সেবাশ্রমের কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশিষ্ঠদের মধ্যে উপস্থিত ছিলেন বীরানন্দ ব্র্রক্ষ্যচারী, ডাঃ তেজেন্দ্রনাথ সেন, বাগদা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান অমুল্য হালদার, শিক্ষক অমলকৃষ্ণ সাহা, জ্যোতিষ চন্দ্র মণ্ডল, বটকৃষ্ণ মজুমদার, সমরেন্দ্র দেবনাথ, নীলরতন মৃধা, ফনীন্দ্র কিশোর বিশ্বাস প্রমুখ৷