ইঞ্জিনিয়ারের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

হট রিপোর্ট বাগদা ঃ-
উঃ ২৪পরগনা জেলার বাগদাতে ভাইপোকে বাঁচাতে জলে ডুবে মারাগেল কাকা৷ ঘটনাটি ঘটেছে বাগদা সৎসংঘ মন্দির পাড়ায়৷ জানাগেছে, পুরনো স্বরসতী প্রতিমা বিসর্জন দিতে গিয়েছিল কাকা ভোলা নাথ চৌধুরী(২১) ও ভাইপো প্রভাকর চৌধুরী(১৮) নতুন প্রতিমাকে জায়গা করে দেবার জন্য গত ৩রা জানুয়ারী দুপুরে ঘরে থাকা পুরাতন প্রতিমা বিসর্জন দিতে গিয়েছিল পার্শ্ববর্তী বেতনা নদীতে কাকা ভাইপো দু’জনে৷ সেখানে সাঁতার নাজানা ভাইপো প্রভাকর প্রতিমার সাথে জলের নিচে তলিয়ে যেতে দেখে সাঁতার জানা কাকা ভোলা নাথ ভাইপোকে বাঁচাতে জলে নেমে দু’জনের কেউই উঠতে পারেনি৷ এই দৃশ্য দুরথেকে দেখে গ্রামবাসীর দ্রুত প্রচেষ্টায় দু’জনকে জলথেকে উদ্ধার করে বাগদা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎক কাকা ভোলা নাথ চৌধুরীকে মৃত বলে ঘোষনা করেন৷ জানা গেছে, ভোলা নাথ চৌধুরী ইলক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারের শেষ বর্ষের ছাত্র ছিল৷ তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে৷
