ইফতারী অনুষ্ঠান বাগদায়

18/07/2014 09:41

 

হট রিপোর্ট

       প্রতি বছরের মত এ বছরেও প্রাক্তন বিধায়ক দুলাল বর অসংখ্য মুসল্লীকে ইফতারী খাওয়ান বলে জানা গেছে৷ এ সকল মুসল্লীরা ইফতার গ্রহন শেষে ওখানেই নামাজ আদায় করেন৷ উক্ত ইফতারী অনুষ্ঠানে মুসল্লী সহ প্রায় দুই সহস্র অন্যআন্য সম্প্রদায়ের লোক অংশ গ্রহন করেন৷ অংশ গ্রহনকারী ব্যাক্তিদের মধ্যে মুসল্লীদের সাথে একাধিক রাজনৈতিক ব্যক্তি ও এলাকার সাধারন মানুষেরাও উপস্থিত ছিল বলে নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে৷