উন্নয়নের জোয়ারে ভাষছে বাগদা৷

হট রিপোর্ট, বাগদা: বাগদাতে কোটি কোটি টাকা ব্যায়ে নির্মীত কৃষান মান্ডি, আই.টি.আই কলেজ, কম্পিউটারে ইংরাজী শিক্ষার কোর্স ও নলেজ সেন্টার, প্রবীন নাগরিকদের জন্য ভাষা শিক্ষা কেন্দ্র, ছোটদের জন্য ইংলিশ মিডিয়াম স্কুল, কৃষি শ্রমিক কল্যান কেন্দ্র, ভ্রাম্যমান চিকিৎসা পরিসেবা, রাস্তা, কালভার্ট, ব্রীজ ইত্যাদি নির্মানে সফল হবার পর আবারও বাগদার বিধায়ক তথা পশ্চিম বঙ্গ সরকারের অনগ্রসর শ্রেনী কল্যান মন্ত্রী ডঃ উপেন্দ্র নাথ বিশ্বাস সরেজমিনে তাঁর নির্বাচনী এলাকা ঘুরে, কখনো বা পায়ে হেঁটে প্রত্যন্ত গ্রামের মধ্যে ঢুকে স্ব-চক্ষে গ্রামের মানুষের দুর্দসা দেখে বাগদার গরীব ও অনগ্রসর শ্রেনীর মানুষের কল্যানে এক গুচ্ছ কর্মসুচী গ্রহন করলেন৷ বাগদা বিডিও অফিসের সভা কক্ষ্যে এক অনাঢ়ম্বর সভায় নবম শ্রেনীর বেশ কিছু গরীব মুসলিম মেয়েকে তাদের শিক্ষা লাভের সুবিধার্থে বাই-সাইকেল প্রদান করে হাসি ফোঁটালেন তাদের মুখে৷ শুধু তাই নয়, কয়েক জন গরীব চাষীকে ধান ঝাড়া মেশিন ও কয়েক জন পিছিয়ে পড়া চাষীকে চাষের উন্নয়নের জন্য বৈদ্যুতিক মটর প্রদান করে আনন্দের জোয়ার বইয়ে দিলেন তাদের সরল-সোজা মনের অভ্যান্তরে৷ গত ১৮ই ডিসেম্বর দুপুরে বাগদা বিডিও অফিসের সভা কক্ষ্যের ওই সভায় এ সব জিনিষ পত্র পুর্ব নির্ধারিত ব্যাক্তিদের হাতে হস্তান্তর করা হয়৷ এই সভায় বিশিষ্ঠদের মধ্যে উপস্থিত ছিলেন বাগদার বিধায়ক তথা পশ্চিম বঙ্গ সরকারের অনগ্রসর শ্রেনী কল্যান মন্ত্রী ডঃ উপেন্দ্র নাথ বিশ্বাস, মহকুমা শাসক, বাগদার বিডিও শ্রীমতী মালবিকা খাটুয়া, জয়েন্ট বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতী শম্পা অধিকারী, বাগদা ব্লক কৃষি কর্মকর্তা বিদ্যুৎ সাহা, জেলা পরিষদের সদস্য, পিডিও রজতাভ, বাগদা পঞ্চায়েত সমিতির সদস্য প্রতিমা বিশ্বাস প্রমুখ৷
উল্লেখ্য, কংগ্রেস আমলে প্রয়াত অপূর্ব লাল মজুমদার বাগদার বিধায়ক তথা পশ্চিম বঙ্গ সরকারের স্পিকার থাকা কালিন বাগদা বাসী প্রথম উন্নয়ের স্বাদ পেয়ে ছিল৷ বাগদাতে নির্মিত হয়েছিল হাসপাতাল ও ট্যাপ ওয়াটার৷ যেটা নাকি ছিল তৎকালীন বাগদাবাসীর স্বপ্ন৷ তারপর বাম আমলের দীর্ঘ ৩৪ বছর থমকে ছিল বাগদার উন্নয়ন৷ বর্তমানে বাগদার বিধায়ক তথা পশ্চিম বঙ্গ সরকারের অনগ্রসর শ্রেনী কল্যান মন্ত্রী ডঃ উপেন্দ্র নাথ বিশ্বাসের বদৌলতে আবার বাগদাবাসী উন্নয়নের জোয়ারে ভাষতে শুরু করেছে৷
