উন্নয়নের হিড়িক বাগদাতে

18/09/2013 01:21

হট নিউজ(বাগদা)ঃ-

বাগদা ব্লকের উন্নয়নের রূপকার বাগদার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেনীর কল্যান মন্ত্রী ডঃ উপন্দ্রনাথ বিশ্বাস বাগদার উন্নয়নের জন্য যে প্যাকেজ ঘোষনা করেছেন তার একটি কৃষকদের অর্থনৈতিক পরিকাঠামো উন্নতিকল্পে সর্বোপরি কৃষকদের কল্যানার্থে বাগদাতে একটি কৃষান মান্ডি স্থাপনের কাজ মাননীয় মন্ত্রী ডঃ বিশ্বাসের ঐকান্তিক প্রচেষ্টায় শুরু হয়েছে৷  আপাততঃ ৬ কোটি টাকা ব্যায়ে বাগদা ব্লক কৃষি ফার্মে ৪/৫মাস আগে শুরু হয়েছে কৃষান মান্ডির নির্মান কাজ সিডিউল মোতাবেক আগামী ১৩/১৪ মাসের মধ্যে নির্মান কাজ শেষ হবার কথা৷ নির্মান ব্যায় ৬ কোটি থেকে বেড়ে ১৫ কোটি টাকা পর্যন্ত হতে পারে বলে তৃণমুলের একজন দায়িত্ত্ব পুর্ণ সদস্য সুত্রে জানা গেছে৷ সুত্রটি আরো জানিয়েছে কৃষান মান্ডির মধ্যে থাকছে পাইকারী বেচা-কেনার জন্য বড় ১টা সবজী বাজার, ১০টা ষ্টল নির্মান হচ্ছে যেখানে ষ্টলগ্রহনকারীরা তাঁদের সুবিধামত ব্যবসা করতে পারবে৷ এছাড়াও ওখানে কৃষকদের অ-বিক্রীত সবজী, ফল, ডাল, ধান ইত্যাদি সুষ্ঠ সংরক্ষনের জন্য নির্মিত হবে গুদাম ও কোল্ডষ্টোর৷ উন্নয়ন বিমুখ বাগদা ব্লকে দীর্ঘ ৩৫/৩৬বছর পরে উন্নয়নের হিড়িক পড়ে যাওয়াতে একদিকে যেমন বাগদার জনমনে যেন  আনন্দের সু-বাতাস বইতে শুরু করেছে, অন্যদিকে বাগদা ব্লক কৃষি ফার্মের সামনে পি ডব্লিউ ডি এর জায়গায় নির্মিত ৩৩জন দোকানদার দোকান ভাঙার নোটিশ পেয়ে নাওয়া-খাওয়া ত্যাগ করে বিনিদ্রো জীবন যাপন করতে শুরু করেছে ৷ ‘বৃহত্তর কল্যানের জন্য ছোটখাট ক্ষয় ক্ষতি মেনে নিতে হয়’ তাই কোন রকম ওজরাপত্তি না করে ফার্মগেটের দু’পাশের  দু’জন দখলদার নিজেরায় ভেঙ্গে নিতে শুরু করেছে তাঁদের সাধের বসত বাড়ী ও দোকানঘর৷ উক্ত দুই ব্যাক্তি অশ্রুসিক্ত নয়নে এ প্রতিনিধিকে জানিয়েছেন একমাত্র সম্বল বাড়ী ও দোকানঘর হারিয়ে তাঁরা মানবেতর জীবন যাপন করছে৷ কোন প্রকার সরকারী দাক্ষিন্য পেলে তাদের চলাচলে কিছুটা হলেও সুবিধা হতো বলে ব্যাক্তিদ্বয় জানিয়েছেন৷

উল্লেখ্য, প্রয়াত বাগদার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের স্পিকার অপূর্ব লাল মজুমদারের আমলে বাগদাতে নির্মিত হয়েছিল বাগদা বাসীর জন্য স্বপ্ন, অকল্পনীয় গ্র্র্রামীন হাসপাতাল ও আর্সেনিক মুক্ত পানীয় জলপ্রকল্প ট্যাপ ওয়াটার ৷ তারপর থেকে ৩৬ বছর বাগদাতে উল্লেখযোগ্য কোন উন্নয়ন পরিলক্ষিত হয়নি৷ এত দিন পর বাগদার বিধায়ক ডঃ উপন্দ্রনাথ বিশ্বাস শুধু মন্ত্রী হওয়ার সুবাদেই নয় বাগদার মানুষের সমস্যার কথা মাথায় রেখে তাঁদের জন্য এই বাগদা ব্লকেই নির্মান করছেন একটি কৃষান মান্ডি, একটি আই টি আই কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন, ভ্রাম্যমান চিকিৎসা  পরিষেবার সূচনা, কৃষি শ্রমিক কল্যান কেন্দ্র স্থাপন, ছেলে মেয়েদের চাকরী পাবার সুবিধার্থে সিন্দ্রানীতে পার্সোনাল ডেভলপমেন্ট সেন্টার, ইন্টারনেটের মাধ্যমে নলেজ সেন্টারে ইংরাজী ভাষা শিক্ষার ব্যাবস্থা, প্রবীন নাগরিক নারী ও শিশু কেন্দ্র স্থাপন ৷ এ-ছাড়াও রাস্তা,ব্রীজ,হাট চান্দি সহ প্রায় পঞ্চাশ দফারও উর্ধ্বে বিভিন্ন ধরণের ছোট বড় উন্নয়ন মূলক কর্মকান্ড ৷

প্রকাশ থাকে যে, মন্ত্রী ডঃ উপন্দ্রনাথ বিশ্বাস  বাগদায় থাকা কালিন এখনো ভোরে মর্নিং ওয়ার্ক করার সময় পায়ে হেঁটে ২/৫ কিলোমিটার দুরত্বের একাক দিন একাক গ্রামে কিংবা মাঠে ঢুকে সাধারণ মানুষের বা চাষীদের কাছে পৌছে একান্তে তাঁদের সমস্যার কথা শোনেন এবং স্ব-চক্ষে দেখে সেগুলো বাস্তবায়নের চেষ্টা করেন ৷ দেখা গেছে মন্ত্রী ডঃ উপন্দ্রনাথ বিশ্বাস  পার্টির নেতা কর্মীদের ইচ্ছার থেকেও সাধারণ মানুষের বা চাষীদের ইচ্ছার গুরুত্ব বরাবর বেশিই দিয়ে আসছেন ৷

                                                #