এক বোঁটায় ৬০ লাউ !!

হট রিপোর্ট: বাগদা, এক বোঁটায় ঝুলে থাকা এক-গুচ্ছো লাউ৷ গুচ্ছাকারে ঝুলে থাকা লাউয়ের সংখ্যা নিরুপনের ব্যাপারে দর্শকদের কেউ ৪৫টা, কেউ ৪৭টা, কেউ ৫০টা, আবার কেউবা নতুন করে বোঁটার গোড়ায় জন্মানো ছোট ছোট লাউ ধরে লাউয়ের সংখ্যা ৬০ হবে বলে জানালেন৷ আর এই লাউ দেখতে ভীড় জমছে বাগদা ব্লকের বাজিতপুর গ্রামের বরকত সর্দ্দারের বাড়ীতে৷ বাজিতপুর গ্রামে যেয়ে বরকত সর্দ্দারের বাড়ীর কোথায় জিজ্ঞাসা করতেই এক বয়স্ক মহিলা বললেন, এই গ্রামে দু’জন বরকত সর্দ্দার আছে, এক জন লাউ বরকত, অন্য জন শুধু বরকত সর্দ্দার৷ মহিলার কথা শেষ হতে না হতেই বললাম লাউ বরকতের বাড়ীতেই যাব৷ খবরের কাগজের সাংবাদিক পরিচয় পেয়ে সঙ্গে সঙ্গে অপর গ্রামবাসী গোলাম মন্ডল মটরসাইকেলে পথ দেখিয়ে আমাকে একেবারে এক বোঁটায় ঝুলে থাকা একগগুচ্ছো লাউয়ের নিচে এনে দাঁড় করালেন৷ লাউ দেখতে আসা দর্শকদের ভীড় তখনো চোখে পড়ার মত৷ তারপর সাংবাদিক লাউয়ের ফটো তুলতে এসেছে শুনে গ্রামবাসীদের ভীড় আরো বাড়তে থাকলো কোন রকমে ভীড় ঠেলে সামনে এসে দেখলাম বরকত সর্দ্দারের বসত ঘরের টালির চালে তুলে দেওয়া এক লাউ গাছে এক বোঁটায় কমপক্ষে ৪৫টা পরিপুর্ন লাউ গুচ্ছাকারে ঝুলে রীতি মত বাড়ীর শোভা বর্ধন করে চলেছে৷ গুচ্ছো লাউয়ের প্রত্যক্ষদর্শী বাজিতপুর গ্রামের বাসিন্দা বাগদা থানার সিভিক পুলিশ বিশ্বজিৎ দত্তই প্রথম এ প্রতিনিধি কে খবরটা জানান৷ তিনি বলেন, এক সঙ্গে এতগুলো লাউ এক বোঁটায় হতে তিনি ও তার বাড়ীর বয়স্করাও আগে কখনো দেখেননি৷ বাগদা ব্লকের সীমান্তবর্তী অবহেলিত বাজিতপুর গ্রামের নাম বরকত সর্দ্দারের লাগানো লাউ গাছের বদৌলতে সংবাপত্রের মাধ্যমে হাজার হাজার লোক জানবে, এই আনন্দে বাজিতপুরের গ্রামবাসীরা আজ আত্নহারা৷
