এ্যাথলেটিক্স ক্লাবের উদ্বোধন হল বাগদার সীমান্তবর্তী কুলিয়া গ্রামে
হট নিউজ, বাগদা: সীমান্তবর্তী বাগদা থানার রণঘাট গ্রাম পঞ্চায়েত এলাকার কুলিয়া গ্রামে প্রতিষ্ঠিত হল DCM-এ্যাথলেটিক্স তাই কন্ডো ট্রেনিং সেন্টার।উক্ত এ্যাথলেটিক্স ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন BSF এর ১নং ব্যাটলিয়নের টু-আই.সি এন.এস রূটলা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাঁড়াপোতার বর্ষিয়ান গোল্ড মেডেলিষ্ট তারাপদ সমাদ্দার ও রনঘাট ক্যাম্পের এ.সি নরেন্দ্র সহ কুলিয়া-রণঘাট এলাকার বিশিষ্ঠ জনেরা। গত ২০শে সেপ্টেম্বর বি.এস.এফের ১নং ব্যাটলিয়নের ঐকান্তিক সহযোগীতায় কুলিয়া এলাকায় গড়ে উঠলো এক ‘তাই কন্ডো ট্রেনিং সেন্টার’ যা গ্রাম্য ছেলে-মেয়েদের শরীর চর্চ্চা সহ সেনা-বাহিনীতে চাকরীর সুবিধার্থে বড় অবদান রাখবে বলে BSF এর কর্ম কর্তাদের অভিমত। এই অনুষ্ঠানে DCM-এ্যাথলেটিক্স তাই কন্ডো ট্রেনিং সেন্টারের ট্রেনার সুমন সরকার (ওয়েষ্ট বেঙ্গল চ্যাম্পিয়ন) ও কোচ জহিরুল ইসলাম বিশ্বাস (ন্যাশনাল প্লেয়ার ও পাঞ্জাব ব্লাক বেল্ট) কে ভূয়ষী প্রশংসা করেন BSF এর টু-আই.সি এন.এস রূটলা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উক্ত এলাকার বিশিষ্ট সমাজসেবী অনুপম রায় ।
