কালী-তীর্থ হেলেঞ্চাবাসী এবারও মাতলো শক্তির আরাধনায়
হট রিপোর্ট : কালী-তীর্থ হেলেঞ্চাবাসী এবারও মাতলো শক্তির আরাধনায়৷ কালীমায়ের ভক্তরা লক্ষ লক্ষ টাকা ব্যায়ে নির্মান করেছে অত্যাধুনিক পূজামন্ডব, যেন কোন বাধ্য সন্তান তার মমতাময়ী মাকে সন্তষ্ট করতে কিংবা মাতৃ আজ্ঞা পালন করতে কোন দর্শনীয় স্থান বা কোন তীর্থস্থান থেকে গোটা মন্দিরটায় তুলে এনে বসিয়েছে কালীতীর্থ হেলেঞ্চায়৷ রঙবাহারী আলোর রশনায় ঝলমল করে দেওয়া হয়েছে হেলেঞ্চার অলিগলি ও পথ ঘাট৷ হেলেঞ্চার সু-দৃশ্য প্যান্ডেল উপহার দানকারীদের মধ্যে অন্যতম হেলেঞ্চা স্পোটিং ক্লাব এবার ২৬ তম বর্ষে বনগাঁ বয়রা রোডের বিদ্যুৎ অফিসের সামনে আস্ত এক রৌপ্য মন্দির এনে বসিয়েছে, ৩৫ তম বর্ষে হেলেঞ্চার নবারুণ সংঘ এবার গার্লস স্কুল মাঠে নির্মান করেছে সুদৃশ্য এক কাল্পনিক মৎস-গন্ধ্যা মন্দির, হেলেঞ্চা ট’বাজার তরকারী হাটায় সবুজ সংঘ এবার নির্মান করেছে কার্টুন সমৃদ্ধ সুদৃশ্য এক মন্দির, হেলেঞ্চা বৈচিডাঙ্গা নেতাজী স্পোটিং ক্লাব বোতল দিয়ে তৈরী করেছে সুদৃশ্য মন্ডব, হেলেঞ্চা আপনজন ক্লাব পাহাড়ের গুহার মধ্যে করেছে কালীমায়ের মন্দির, হেলেঞ্চা রামকৃষ্ণ স্মৃতি সংঘ সুদূর চীন দেশ থেকে তুলে এনেছে সু-বিখ্যাত বৌদ্ধ মন্দির ‘গোল্ডেন টেম্পল’, হেলেঞ্চা বিবেকানন্দ স্পোটিং ক্লাব নির্মান করেছে সুদৃশ্য চটের মন্দির, হেলেঞ্চা ৫নং দীঘির পাড় নব জাগরন সংঘ চায়ের কাপ দিয়ে তৈরী করেছে সুদৃশ্য মন্দির, হেলেঞ্চা দীঘির পাড় যুবগোষ্টি তৈরী করেছে সুদৃশ্য কাশ্মীরী পাহাড়ী মন্দির, হেলেঞ্চা যোগেন্দ্র স্মৃতি সংঘ এক মনোজ্ঞ গ্র্র্রাম্য পরিবেশ বান্ধব ও শিক্ষামূলক প্যান্ডেল তৈরী করেছে৷ বাগদার ঐতিহ্য বাহী স্পোটিং ক্লাব ‘বাগদা একাদশ’ হেলেঞ্চার ক্লাব গুলির সাথে টিক্কা দিতে নির্মান করেছে এক আকর্ষনীয় মন্দির ও ১৮ ফুটে কালী প্রতিমা৷ এ ছাড়াও এসকল ক্লাবের অধিকাংশই বস্ত্র দান, মেডিকেল ক্যাম্প ও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে৷ দর্শক জরীপে জানা গেছে, বাগদার বাগদা একাদশ, হেলেঞ্চার স্পোটিং ক্লাব, কার্ত্তিক বাইনের নবারুণ সংঘ, রামকৃষ্ণ স্মৃতি সংঘ, দীঘির পাড় যুবগোষ্টি ও যোগেন্দ্র স্মৃতি সংঘের গ্র্র্রাম্য পরিবেশ বান্ধব ও শিক্ষামূলক প্যান্ডেলটি প্রশংশিত হয়৷
