কুলিয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হলো তিন দলীয় নক-আউট ভলিবল টুর্ণামেন্ট৷
ইউ.সাহা, বাগদা- বি.এস.এফ জওয়ানদের সার্ব্বিক সহযোগীতায় কুলিয়া স্পোটিং ক্লাবের পরিচালনায় বি.এস.এফের ফাইটার ইলেভেন টিম ও স্থানীয় কয়েকটি ক্লাবের অংশ গ্রহনে কুলিয়া ফুটবল মাঠে সু-শৃঙ্খল ভাবে অনুষ্ঠিত হলো তিন দলীয় নক-আউট ভলিবল টুর্ণামেন্ট৷ দর্শনীয় এই ভলিবল টুর্ণামেন্ট দেখতে দর্শকদের ভীড় জমেছিল চোখে পড়ার মতই৷ এই টুর্ণামেন্টে বি.এস.এফের ফাইটার ইলেভেন টিম কুলিয়া স্পোটিং ক্লাবকে ৫ পয়েন্টে হারিয়ে রানার্স আপ এবং বিএসএফের ফাইটার ইলেভেনকে ২ পয়েন্টে হারিয়ে কাশীপুর একাদশ বিজয় ট্রফি ছিনিয়ে নেয়৷ দর্শনীয় এই ভলিবল টুর্ণামেন্টে বিজয়ীদের পুরস্কার প্রদান ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএসএফের ১নং ব্যাটেলিয়নের সি.ও বার্জেন্দ্র সিং৷ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএসএফের ১নং ব্যাটেলিয়নের ডি.সি এন.পি সিং৷ কমান্ডেন্ট বার্জেন্দ্র সিংয়ের হাত থেকে বিজয়ী ট্রফি গ্রহন করেন কাশীপুর একাদশের ক্যাপ্টেন ইদ্রিস আলী৷ রানার্স আপ ট্রফি গ্রহন করেন বি.এস.এফের ফাইটার ইলেভেন টিমের ক্যাপ্টেন কোম্পানী কমান্ডার এ.সি নরেন্দ্র৷
