কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বধর্না চেতনার




হট রিপোর্ট বাগদা ঃ-
প্রতি বছরের ন্যায় এবারও বাগদা থানার মালিপোতা ঐতিহ্যবাহী ক্লাব ‘চেতনা’ বাগদা ব্লকের সকল উচ্চ বিদ্যালয়ের কৃতি ও দুঃস্থ ছাত্র-ছাত্রীদের সম্বর্ধতিত করে৷ গত ২৩শে জানুয়ারী মালিপোতা প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশেষ সম্বার্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমডোব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী উত্তম মুখার্জী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কনিয়াড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন সর্দার, ভবানীপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী বাসুদেব চক্রবর্তী, হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী বাদল কৃষ্ণ সরকার, শিক্ষক অঘোর হালদার প্রমুখ৷ ২৩শে জানুয়ারী নেতাজী জন্মজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বাগদা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রিয়া দাস, সঙ্গীত পরিবেশন করেন বাগদার স্বনামধন্য সঙ্গীত শিল্পী সুবীর বিশ্বাস তবলায় সহযোগীতা করেন এলাকার বিশিষ্ঠ তবলচি শৈলেন সরকার৷ স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক উত্তম মুখার্জী, আমজাদ হোসেন সর্দার প্রমুখ৷ এ ছাড়াও উক্ত অনুষ্ঠানে রুচিসম্মত কবিতা আবৃতি, গল্প ও মার্জিতনৃত্য পরিবেশনা অনুষ্ঠানটকে আকোর্শনীয় করে তোলে৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বাগদা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও মালিপোতা‘চেতনা’র সম্পাদক শ্রী মনোরঞ্জন রায়৷
