কড়া পুলিশি নিরাপত্তায় বিজয় মিছিল বাগদায়
হট নিউজ(বাগদা)ঃ-
প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর একক সংখ্যা গরিষ্টতা প্রাপ্তিতে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যদিয়ে গত ৩০শে মে বাগদাতে বিজয় মিছিল করলো বাগদা ব্লক বিজেপি অসংখ্য নেতাকর্মী ও অগনিত মোদী-সমর্থকরা৷ মোদী-প্রেমে মত্ত অসংখ্য বিজেপির নেতাকর্মী সমর্থকরা বাঁধ ভাঙ্গা জোয়ারের মত ঘর ছেড়ে বেরিয়ে আসে তাঁদের প্রিয় নেতার বিজয় মিছিলে অংশ নিতে৷ বাগদার ইতিহাসে ইতি পুর্বে বিজেপির মিছিলে এত লোক দেখাযায়নি৷ তৃণমুল কংগ্রেস অধ্যাষিত বাগদা ব্লকে বিজেপির মিছিলে এত লোকের সমাগমে স্বভাবতঃই তৃণমুল নেতাদের ভাবনার কারন হয়ে দাড়িয়েছে৷ এতদিন তৃণমুল কংগ্রেসের লড়াই ছিল সিপিএমের সাথে কিন্তু নরেন্দ্র মোদীর এ অত্যাশিত বিজয়ে এবারে তৃণমুলের লড়াইটা বিজেপির সাথেই হতে পারে বলে অনুমান করছেন এলাকার রাজনৈতিক বিশ্লেষকেরা৷ বিজেপির বিজয় মিছিলে অংশ গ্রহনকারী সদস্যদের অনেককেই ছিল এতদিন অন্য কোন রাজনৈতিক দলের ব্যানারে৷ বর্তমানে তাঁরা নিজেদের মেলে ধরেছে বিজেপির ব্যানারে৷ এব্যাপারে এলাকার একজন বিজেপি নেতার অভিমত এলাকার জনগন অন্যআন্য রাজনৈতিক দলের কার্য্যক্রমে বিতশ্রোদ্ধ তাই তাঁদের আন্তরিক সমর্থন দিনদিন বাড়ছে৷ বিভিন্ন দল থেকে বিজেপির ব্যানারে আসার অসংখ্য প্রস্তাবও আসছে একের পর এক৷1487503_6012178280908_581642695_n.png (9,4 kB)


