গঠিত হলো বাগদার ৯টা গ্রাম পঞ্চায়েতই

19/08/2013 09:32

হট নিউজ বাগদা ঃ-

শেষমেষ অনেক চড়াই-উৎরায়ের মধ্যদিয়ে বাগদা ব্লকের ৯টা পঞ্চায়েতেরই বোর্ড গঠিত হলো তার মধ্যে তৃণমুল কংগ্রেস ৫টি ও সিপিএম ৪টি গ্রাম পঞ্চায়েতে সংখ্যা গরিষ্টতা পেয়ে গ্রাম পঞ্চায়েত পরিচালনার দায়িত্ত্ব নিল৷ তৃণমুল কংগ্রেস  পরিচালিত গ্রাম পঞ্চায়েতে গুলি যথাক্রমে বাগদা, আষাঢ়ু, কনিয়াড়া(২), সিন্দ্রানী ও রণঘাট৷ সিপিএম  পরিচালিত গ্রাম পঞ্চায়েতে গুলি যথাক্রমে বয়রা, মালিপোতা, হেলেঞ্চা ও কনিয়াড়া(১)৷উল্লেখিত গ্রাম পঞ্চায়েত গুলির মধ্যে রণঘাট গ্রাম পঞ্চায়েত ট্রায় অর্থাৎ তৃণমুল কংগ্রেস ও সিপিএম সমান সদস্য পদ পেয়েছিল সেটি লটারীর মাধ্যমে পঞ্চায়েত প্রধান ও উপ-প্রধান পদ দুটিই তৃণমুল কংগ্রেস পেয়েছে এবং  হেলেঞ্চা ত্রিশঙ্কু হলেও এটিতে সিপিএম গ্রাম পঞ্চায়েতের গঠন করতে সক্ষম হয়েছে৷ প্রান কেন্দ্র বাগদা গ্রাম পঞ্চায়েতের ২২টা সদস্য পদের মধ্যে ১২টা তৃণমুল কংগ্রেস, ৮টা সিপিএম ও ২টা নির্দল পেলেও বাগদা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান পদ নিয়ে তৃণমুল শিবিরে একটা দলীয় মত-দ্বন্দো ছিল কিন্তু শেষ পর্যন্ত সকল দ্বন্দের অবসান ঘটিয়ে পূর্ববর্তী প্রধান ও উপ-প্রধানই স্ব-পদেই বহাল থাকাতে বর্তমানে স্বস্তির হাওয়া বইতে শুরু করেছে তৃণমুল শিবিরে৷ বিগত নির্বাচনে বাগদা ব্লকের ৯টা গ্রাম পঞ্চায়েতের বয়রার ১৯টা আসনের মধ্যে সিপিএম ১০টি, তৃণমুল ৮টি ওবিজেপি ১টি, বাগদার ২১টি আসনের মধ্যে তৃণমুল ১১টি, সিপিএম ৮টি, নির্দল ২টি, হেলেঞ্চার ১৭টি আসনের মধ্যে সিপিএম ৬টি, তৃণমুল ৫টি, নির্দল ৫টি, আষাঢ়ুর ২৩টি আসনের মধ্যে তৃণমুল ১৪টি, সিপিএম ৯টি, রণঘাটের ২৪টি আসনের মধ্যে তৃণমুল ১২টি, সিপিএম ১০টি, ফঃবঃ ২টি, কনিয়াড়া(১)এর ১৭টি আসনের মধ্যে তৃণমুল ৪টি, কংগ্রেস ৪টি, সিপিএম ৮টি, ফঃবঃ ১টি, কনিয়াড়া(২)এর ১৭টি আসনের মধ্যে তৃণমুল ১৪টি, সিপিএম ৩টি, সিন্দ্রানীর ২৫টি আসনের মধ্যে তৃণমুল ২০টি, সিপিএম ৫টি, মালিপোতার ২৪টি আসনের মধ্যে সিপিএম ৯টি, ফঃবঃ ৪টি, তৃণমুল ১১টি৷ অপরদিকে বাগদা পঞ্চায়েত সমিতির ২৭টা আসনের মধ্যে তৃণমুল কংগ্রেস ১৪টি, সিপিএম ১১টি, কংগ্রেস ১টি ও নির্দল ১টি আসন পেয়েছে৷ সেখানে তৃণমুল কংগ্রেসের সংখ্য্যা গরিষ্টতা রয়েছে কিন্তু দলের মধ্যে সভাপতি পদের দাবীদার কার্ত্তীক বাইন, তরুন ঘোষ ও মিহির বিশ্বাস এই তিনজনের মধ্যে প্র্রথমাবস্তায় কার্ত্তীক বাইনের পাল্লা ভারী থাকলেও বর্তমানে মিহির বিশ্বাসের পাল্লা ভারী হতে শুরু করেছে বলে জনশ্রুতিতে প্রকাশ৷

                           #