গনধর্যন কান্ডের মুল অভিযুক্ত গ্রেফতার বাগদায়


হট রিপোর্ট(বাগদা)ঃ-
সিন্দ্রানীর বহুলালোচিত গনধর্যন কান্ডের মুল অভিযুক্ত অনুপ রায় ওরফে অমিত কে গ্রেফতার করে তাকে আদালতে সোপর্দ করে বাগদা থানার পুলিশ৷ গত ৬ই জুলাই বনগাঁ মহকুমা আদালত তাকে ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে৷ ঘটনার বিবরনে প্রকাশ, সিন্দ্রানীর এক গৃহবধু অটোতেকরে ভরত পুর যাবার উদ্দেশ্যে গাঁড়াপোতা নামলে তাকে অনুসরন কারী অমিত ও তার ৪ সঙ্গী গৃহবধুকে জোর পুর্বক একটা গাড়ীতে তুলে নিয়ে নদীয়ার বিষ্ণুপুরে এক নির্জন এলাকায় নিয়ে বিবস্ত্র করে ৪ জনই পালাক্রমে গৃহবধুকে উপর্জপুরি ধর্ষন করে পালিয়ে যায়৷ গৃহবধুটি অন্যদের চিনতে না পারলেও অনুপ রায় ওরফে অমিত কে চিনতে পারে৷ তারপর সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান তৃণমুলনেতা কালীপদ মণ্ডলের উদ্যোগে দু’বার সালিশি সভা করেও মিটাতে ব্যার্থ হয়৷ কোন ধর্ষন কান্ডে সালিশি সভার বিষয়টি তুমুল আলোচনার বিষয়বস্তু হয়ে দাড়ায়৷ পরে কালীপদ বাবুর পরামর্শেই থানায় মামলা করে ধর্ষিতার বাবা৷ ধর্ষন কান্ডে সালিশি সভার বিষয়ে জেলা তৃণমুলের পক্ষথেকে তদন্ত কমিটি হয়েছে৷ বাগদার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী উপেন্দ্র নাথ বিশ্বাস ধর্ষিতার বাড়ীতে যান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আশ্বাস দেন৷
