গরীব মানুষের মধ্যে শীত বস্ত্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুস্তক বিতরণ মালিপোতার দেয়াড়া গ্রামে।

15/01/2020 19:28

সংবাদদাতা : সিন্দ্রানী,  সিন্দ্রানী যুব উন্নয়ন সমিতি, উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের মেন্টর গোপাল শেঠ, বাগদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী সিদ্ধার্থ শংকর মন্ডল এবং মালিপোতা গ্রাম পঞ্চায়েতের আর্থিক সহযোগিতায় মালিপোতার দেয়াড়া গ্রামে দুস্থ ও গরীব মানুষের মধ্যে শীত বস্ত্র প্রদান এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুস্তক বিতরণ করা হয়। উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন বাগদা থানার পক্ষ থেকে নাটাবেড়িয়া মিনি থানার আধিকারিক শ্রদ্ধেয় প্রলয় কুমার নন্দী, নদীয়া জেলার চাইল্ড লাইনের ডিরেক্টর শ্রদ্ধেয় জ্যেতির্ময় স্বরস্বতী, বাগদা পঞ্চায়েত সমিতির সদস্য রাজা রাম মোহন সরদার, বিশিষ্ট সমাজ সেবক বিনয় বিশ্বাস, তন্ময় রায়, বাপি নাথ, তরুণ বিশ্বাস, পলাশ বর্মন সহ উক্ত গ্রামের বিশিষ্টজনেরা। 



সংস্থার সাধারণ সম্পাদক শ্রী সুজিত বিশ্বাস বলেন যে, এই কর্মসূচী আগামী দুই এক দিনের মধ্যে ভবানীপুর আদিবাসী পাড়া, পারমাদন আদিবাসী পাড়াতেও বাস্তবায়ন করা হবে। এছাড়াও সাধারণ মানুষের উপকারার্থে সংস্থার সক্রিয় সদস্যদের ফোন নাম্বার দিয়ে মানুষের পাশে থাকার আহবান জানান তিনি।  সংস্থার সহকারী সভাপতি শ্রী বিনয় বিশ্বাস ও সংস্থার সন্মানিত সদস্য শ্রী রাজা রাম মোহন সরদার বলেন, আমরা এই ধরনের কাজ বিগত কয়েক বছর ধরে করে আসছি এবং এলাকার সাধারণ মানুষের প্রশংসা ও প্রান ঢালা আশির্ব্বাদই আমাদের চলার পথের পাথেয়। অনুষ্ঠানের প্রধান অতিথি নদীয়া জেলা চাইল্ড লাইনের ডিরেক্টর শ্রী জ্যোতির্ময় স্বরস্বতী বক্তব্য দান কালে এলাকার মানুষকে মোবাইল ফোন ব্যাবহারের সুফল-কুফল এবং ইছামতী নদী সংস্কারের প্রয়োজনীয়তার উপর আলোকপাত করেন।