গৃহবধুকে দাঁদিয়ে কোপাল বিএসএফ

হট নিউজ বাগদা ঃ-
বাগদা থানার সীমান্তবর্তী কুলোনন্দপুর গ্রামের মধ্যে ঢুকে বিএসএফ গৃহবধুর ডান হাতে সজোরে দাঁয়ের কোপ বসিয়ে দেয়৷ জানা গেছে গত ২১শে জুলাই দুপুরে কুলোনন্দপুরের দীন হালদারের বাড়িতে পাচারের ফেনসিডিল আছে এই গোপন সংবাদের ভিত্তিতে কুলোনন্দপুর ক্যাম্পের বিএসএফ দীন হালদারের বাড়িতে চড়াও হয় এবং তার ঘর বাড়ী তন্নতন্ন করে খুজেও কোন ফেনসিডিল না পেলে বিএসএফ ক্রোধ সংবরন করতে না পেরে দীন হালদারের স্ত্রী সীমা হালদারের হাতে দাঁয়ের কোপ বসিয়ে দেয় এবং তার হাতে ১৭টা সেলাই পড়েছে বলে সীমা হালদার জানিয়েছে৷ বিএসএফের এহেন কর্মকান্ডে এলাকার পরিবেশ ক্রমর্শ উত্তপ্ত হচ্ছে৷ অপর দিকে বিএসএফ জানিয়েছে দীন হালদারের স্ত্রী সীমা হালদার তাদের জোয়ানের গায়ে হাত তুলেছে৷ এই অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে পাশের বাড়ী থেকে কিছু ফেনসিডিল উদ্ধার করা হয়েছে যেটার মালিক দীন হালদারের স্ত্রী সীমা হালদার বলে বিএসএফ দাবী করেছে৷
