চোরাচালানের উপর জনগনের সতর্কতা বাড়াতে বি.এস.এফের নয়া উদ্যোগ



হট রিপোর্ট, বাগদা: ১৭ই এপ্রিল, বি.এস.এফের ১নং ব্যাটলিয়নের উদ্যোগে গত ১৬ই এপ্রিল নলডুগরী পারমাদন চন্দ্রকান্ত বিদ্যাপীটে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হলো চোরাচালানের উপর জনগনের সতর্কতা বাড়াতে প্রতিযোগীতা মূলক এক তর্ক-বিতর্ক ও কুইজ প্রতিযোগীতা৷ প্রতিযোগীতার বিষয়বস্তু ছিল ‘দারিদ্র্রতা কি চোরাচালান কে উৎসায়িত করে ?’ এর পক্ষে ও বিপক্ষে বিদ্যালয়ের দু’দল ছাত্র-ছাত্রী তাদের যুক্তি প্রদর্শন করে৷ তর্ক-বিতর্ক প্রতিযোগীতা শেষে শুরু হয় কুইজ প্রতিযোগী৷ উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলংকৃত করেন এবং অনুষ্ঠানে সবাইকে চা-বিস্কুট, টিফিনও চকলেট সহ সকল প্রকার ব্যায়ভার বহন করেন বি.এস.এফের ১নং ব্যাটলিয়নের কমান্ডিং অফিসার(C.O)শ্রী কৃপাশংকর শুক্লা৷ অনুষ্ঠানটিতে ব্যাটলিয়নের কমান্ডিং অফিসার(C.O)কৃপাশংকর শুক্লার সাথে উপস্থিত ছিলেন ইনেসপেক্টর সঞ্জীব কুমার, ইনেসপেক্টর প্রেমপাল সিং, ইনেসপেক্টর জে.পি পাসোয়ান, এ.এস.আই আর. সি বিশ্বাস, এ.এস.আই জি সিঙ্গারওয়াল, এ.এস.আই শ্রী আয়াম, এ.এস.আই পুনিত কুমার, ডি.আই,বি ইনেসপেক্টর রাজেন্দ্র সিং প্রমূখ৷ বি.এস.এফের এসকল অফিসারদের সাথে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্তরঞ্জন রায়, শিক্ষক কিশোর বিশ্বাস, শিক্ষক উত্তম ঘোষ, সিন্দ্রানী অঞ্চলের উপ-প্রধান কালীবাবু প্রমূখ৷ প্রতিযোগীতা মূলক এই তর্ক-বিতর্ক অনুষ্ঠানে, প্রধান অতিথি বি.এস.এফের ১নং ব্যাটলিয়নের কমান্ডিং অফিসার(C.O)কৃপা শংকর শুক্লার বিশেষ অনুরোধে বিচারক হিসাবে উপস্থিত ছিলেন বাগদার সাংবাদিক ও চিকিৎসক উত্তম সাহা৷ তর্ক-বিতর্ক ও কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদেরকে পুরস্কৃত করেন ১নং ব্যাটলিয়নের কমান্ডিং অফিসার(C.O)কৃপা শংকর শুক্লা, তিনি বিদ্যালয়ের ১০ জন মা-বাবা হারা ছাত্র-ছাত্রীকে শিক্ষার সরঞ্জাম কেনার জন্য নগত ৫০০ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করেন এবং বিদ্যালয়ের ছাত্রদেরকে শরীরচর্চা খেলার জন্য দু’টি ফুটবল প্রদান করেন৷ ইতি পুর্বেও তাঁরা বাগদার কয়েকটা বিদ্যালয়ে কম্পিউটার, আলমারী, ছাত্র-ছাত্রীদের বসারবেঞ্ছ, স্কুল ড্রেস ও সীমান্তবর্তী অনেক বিদ্যালয়ের দুস্থ-মেধাবী ছাত্র-ছাত্রীকে আর্থিক সাহায্য প্রদান করেছেন বলে বি.এস.এফ সূত্রে জানা গেছে৷
