চোরাচালান বিরোধী সচেতনতা বাড়াতে বি.এস.এফের সংযোগ







হট রিপোর্ট, বাগদা: সাধারণ জনগনের মধ্যে জন সংযোগ ও চোরাচালান বিরোধী সচেতনতা বাড়াতে বি.এস.এফের ১নং ব্যাটলিয়নের সু-যোগ্য কমান্ডিং অফিসার কৃপা শংকর শুক্লার উদ্যোগে গ্রামবাসীদের ঐকান্তিক সহযোগীতা আর স্বতঃস্ফুর্ত অংশ গ্রহনের মধ্য দিয়ে গত ৫ই মে একই দিনে বাগদা ব্লকের সীমান্ত বর্তী তিন-তিনটা স্কুলে অনুষ্ঠিত হলো বি.এস.এফ, জনপ্রতিনিধি, সাধারণ জনগন, স্কুল শিক্ষক ও ছাত্র ছাত্রীদের সমন্বয়ে গঠন মূলক আলোচনা সভা৷ এই আলোচনা সভার মধ্য দিয়ে বি.এস.এফ সাধারণ মানুষের খুব কাছে চলে আসে৷ ওই সময় বি.এস.এফের ১নং ব্যাটলিয়নের কমান্ডিং অফিসার কৃপা শংকর শুক্লা সাধারণ মানুষের একজন হয়ে যান এবং স্কুল প্রাঙ্গন সাধারণ মানুষ ও বি.এস.এফের মিলন মেলায় পরিনত হয়৷ ওই সময় আপ্লুত সাধারণ মানুষকে কমান্ডিং অফিসারের সাথে মোবাইলে ছবি তুলতে ও বাঁধ ভাঙ্গা জোয়ারের মত সীমান্তবর্তী আবাল-বৃদ্ধ-বনীতারা এসে কমান্ডিং অফিসার শ্রী শুক্লাকে জয়োধ্বনি দিতে দেখা যায়৷ খুব কাছ থেকে কমান্ডিং অফিসার শ্রী শুক্লাও সীমান্ত এলাকার মানুষের সমস্যার কথা জানতে চেষ্টা করেন এবং শান্তির সুষ্ঠ-পরিবেশ বজায় রেখে তাঁদের সকল সমস্যার সমাধান যে চোরাচালানের মধ্য দিয়ে সমাধান করা সম্ভব নয় তা যুক্তি দিয়ে বোঝাবারও চেষ্টা করেন৷ কমান্ডিং অফিসার শ্রী শুক্লা সীমান্তবর্তী পুস্তিঘাটার ফকিরপাঁদ এফ. পি স্কুলে, মামাভাগিনার নওদাপাড়া শিশু শিক্ষা কেন্দ্র ও আউল ডাঙ্গা স্কুলের ছাত্র-ছাত্রীদের পড়া-লেখার সুবিধার্থে একাধিক বৈদ্যুতিক পাখা, মিডডে মিলের জন্য ডেক-কড়াই, খুন্তি, একাধিক থালা-গ্লাস, একাধিক জলের ফিল্টার, একাধিক খেলার সরঞ্জামাদি, ব্লাক বোর্ড সহ দুস্থ ও গরীব ছাত্র-ছাত্রীদের আর্থিক সাহায্য প্রদান এবং পরবর্তিতে প্রয়োজন অনুসারে আরো সহযোগীতা প্রদানের আশ্বাস আবারও সাধারণ মানুষের নজর কাড়লো উক্ত ১নং ব্যাটলিয়নের কমান্ডিং অফিসার কৃপা শংকর শুক্লা। উক্ত অনুষ্ঠানে কমান্ডিং অফিসার কৃপা শংকর শুক্লার সাথে উপস্থিত ছিলেন, এ.সি অরুন কুমার পান্থ, ইনেসপেক্টর জে.এন সাকিয়া, এস.আই অমরেশ রায়, সিন্দ্রানী অঞ্চলের পঞ্চায়েত প্রধান নিতা বালা, উপ-প্রধান কালীবাবু, পঞ্চায়েত সমিতির সহঃসভাপতি বিকাশ বাবু, প্রধান শিক্ষক সুনিল কুমার মন্ডল, বাগদা অঞ্চলের উপ-প্রধান অমুল্য হালদার, পঞ্চায়েত সদস্য কমল অধিকারী, সমাজ সেবক আনারুল দফাদার, সমাজ সেবক অরুন সরকার প্রমূখ৷ জন-প্রতিনিধিরাও তাঁদের বক্তব্যে, বাগদা ব্লক কে আশু চোরাচালান মুক্ত করে সঠিক কাজের ও শান্তির সুষ্ঠ-পরিবেশ তৈরীর জন্য বি.এস.এফ কে সার্বিক সহযোগীতা প্রদানের দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন৷
