চোলাই মদ বিক্রেতাদের বিরুদ্ধে সোচ্চার হল মহিলারা
হট রিপোর্ট ঃ-
বাগদা বিডিও অফিস থেকে ঢিল ছোড়া দুরত্বে অবস্থিত বাগদা বিডিও খাসপাড়ায় চলছে চোলাই মদের রমরমা ব্যাবসা৷ এ ব্যাপারে আদিবাসী সম্প্রদায়ের ২৫ জন গৃহবধু ৪ জন চোলাই মদ বিক্রেতার বিরুদ্ধে তাদের অভাবের সংসার নস্যাতের অভিযোগ এনে বাগদার বিডিও মানবিকা খাটুয়াকে লিখিত আবেদন জানান গত ১৪ই নভেম্বর৷ অভিযোগ পত্রে আদিবাসী মহিলা উ্ল্লেখ করেন তাদের সংসার খুবই অভাবের তিনবেলা পেটপুরে খেতেও পারেনা তারা, অনেক পরিবারের বসত ঘরও নেই, তাবুর নিচে বসবাস করে, তারপরে ছেলে-মেয়েদের পড়ালেখার খরচ যোগাতে হিমসিম খেতে হয় তাদের৷ যেখানে এ সকল আদিবাসী পরিবার গুলোর আয়-রোজগারর অবস্থা শোচনীয় সেখানে এক শত মিটারের মধ্যে চার চারটা চোলাই মদের ঠেক থাকায় তাদের জীবনযাত্রা আজ রীতিমত হুমকির সন্মুখীন৷ এসকল আদিবাসী পুরুষেরা নেষাগ্রস্থ হয়ে কর্ম ক্ষমতা হারিয়ে বিপথ গামী হচ্ছে৷ ২৫ জন আদিবাসী মহিলা স্বাক্ষরিত বাগদার বিডিও মানবিকা খাটুয়াকে লেখা অভিযোগ পত্রে (১)শিপ্তী সর্দ্দার স্বামী শুকদেব সর্দ্দার (২)অনিতা সর্দ্দার স্বামী মহাদেব সর্দ্দার (৩) ক্ষেত্র সর্দ্দার স্বামী স্বর্গীয় ননীগোপাল সর্দ্দার (৪)মথুর পাল পিতা স্বর্গীয় বিশ্ব নাথ পালের নাম চোলাই মদের বিক্রেতা হিসাবে উ্ল্লেখ করেন৷


প্রকাশ থাকে যে, বাগদার বিডিও কে লিখিত অভিযোগ করার দেড়মাস অতিবাহিত হবার পরও আশানুরুপ ফল না পাওয়ায় তারা চুড়ান্ত ফল পাবার আশায় তাদের অবর্ননীয় দুর্ভোগের বিষয় জানিয়ে বনগাঁর মহকুমা প্রশাসক বরাবরে ২৫ জন আদিবাসী মহিলা স্বাক্ষরিত আরেক খানি অভিযোগ দায়ের করেন বলে জানা গেছে৷
