জমির বিবাদে কান কাটাগেল পড়শির

হট নিউজঃ-
বাগদার হ্যারিশন রোড পাড়ায় পাশাপাশি দুই পড়শি কল্লো দে এবং সুধাময় হালদারের মধ্যে জমির সীমানা নির্ধারন কে কেন্দ্র করে পূর্বশত্রুতা দীর্ঘ দিনের৷ মাস খানেক আগে এলাকার বেশ কয়েক জন গন্যমান্য ব্যাক্তি বর্গের উপস্থিতিতে ৫/৬ জন আমিন একত্রে এসে জমির সমস্যার সমাধান করে দিলেও মনের মিলটা করে দিতে পারিনি৷ গত ১৬ই জুন পি ডব্লিউ ডির জায়গায় বালি রাখাকে কেন্দ্র করে উক্ত দুই পড়শির মধ্যে জোর বচ্চসা হয় এবং এক পর্য্যায়ে কল্লো তার পড়শি সুধাময়কে দাঁয়ের কোপে কান কেটে দেয়৷ সুধাময় বাবুর অভিযোগ কল্লো দে তাঁর গলায় কোঁপ মেরেছিল কিন্তু মাথা সরিয়ে নেওয়াতে দায়ের কোপটা কানে লাগে৷
এ ব্যাপারে সুধাময় হালদার বাগদা থানায় একটা অভিযোগ দায়ের করেছে৷ বর্তমানে সুধাময় বাবু ও তাঁর পরিবার বর্গ নিরাপত্তা হীনতার মধ্যে দিন কাটাচ্ছে বলে জানিয়েছে৷
