জল নিকাশি ব্যবস্থার অভাবে মানবেতর জীবন যাপন করছে বাগদা গ্রাম পঞ্চায়েতের মানুষ

30/07/2017 19:22

       অনিমা মুন্ডা,মশ্যমপুর, বাগদা - বাগদা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে জল নিকাশি ব্যবস্থার অভাবে বিগত এক সপ্তাহের টানা বর্ষনে বেশ কয়েকটি গ্রামের মানুষ মানবেতর জীবন যাপন করছে বলে জানা গেছে। বাগদা নতুন বাজার সংলগ্ন 71 নং পার্টের বিভিন্ন পাড়ায় যেয়ে দেখা গেল পাড়ায় ঢোকার রাস্তা তো বটেই অনেকেরই বাড়ির উঠোনে কারো বা ঘরের ভিতরেও জল ঢুকে গেছে। জল উঠেছে পুরনো হাসপাতাল পাড়ার বেশ কয়েকটা বাড়ি ও রাস্তায়, জলে বসবাসের অযোগ্য খাস পাড়ার একাধিক বাড়িঘর, জলকাদায় বাগদা হাই স্কুল চত্বর ছাত্র ছাত্রীদের ঢোকার অযোগ্য হয়ে পড়েছে, নতুন বাজার ও হাসপাতাল সংলগ্ন পাড়ার রাস্তা ডুবে গেছে ও জল ঢুকে গেছে কয়েটি ঘরেও। জল নিকাশির দাবিতে কয়েক বছর ধরে পঞ্চায়েত ও বিডিওতে বার লিখিত আবেদন জানিয়েছেন 60/65 জন গ্রামবাসী। বাড়ির উঠোনে নোংরা হাটু সমান জল ভেঙে এসে কালিপদ শর্মা, গোপাল শর্মা, জয়দেব শর্মা ও অলকা শর্মারা জানালেন, 4/5 বছর ধরে পঞ্চায়েত, বিডিও, মেম্বার, নেতাদের দ্বারে দ্বারে ঘুরে আশ্বাস ছাড়া আশ্বাস ছাড়া কিছুই পাইনি। তারা আরো জানালেন, এত দিন এই জল একটা কাচা ড্রেন দিয়ে নোনচাপোতা লক্ষীবিলে হয়ে চেঙ্গার বেতনায় যেয়ে পড়তো। বর্তমানে অপরিকল্পিত বিল্ডিং নির্মিত হওয়ায় সে লাইন বন্ধ । বর্তমানে মাত্র এক দেড়'শ মিটার পাকা ড্রেন নির্মাণ করলেই বিডিও মোড় হয়ে বেতনায় পড়ে। বিষয়টি পুনঃ বিবেচনার জন্য উক্ত গ্রামবাসীগন বর্তমান বিডিও সাহেবের আশু হস্তক্ষেপ কামনা করেছেন । অপর দিকে এই অতি বৃষ্টিতে পটল, বেগুন, লঙ্কা, পেঁপে, বরবটি সহ বিভিন্ন সবজিতে ধ্বসা-পচা রোগে শতাধিক একর জমির সবজির মারাত্মক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন এলাকার ক্ষতিগ্রস্থ কৃষকরা।