জাতীয় কংগ্রেস প্রার্থী ইলা মন্ডলও আশির্ব্বাদ নিয়ে গেলেন বাগদা বাসীর

23/04/2014 13:07

হট রিপোর্ট বাগদা ঃ-

        আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রুটিংমাফিক সবকটি রাজনৈতিক দলের প্রার্থীরা এলাকায় আসছে ভোট ভিক্ষা করতে ভোটারদের কাছে জোড়হাত করে চাচ্ছে তাদের আশির্ব্বাদও৷ তৃণমুল কংগ্রেস প্রার্থী কপিল কৃষ্ণ ঠাকুর, বিজেপি প্রার্থী কে.ডি বিশ্বাস, সিপি্এম প্রার্থী দেবেশ দাসের মত গত  এপ্রিল সন্ধ্যায় জাতীয় কংগ্রেস প্রার্থী ইলা মন্ডলও আশির্ব্বাদ নিয়ে গেলেন বাগদা বাসীর৷ এদিন জাতীয় কংগ্রেসের স্থানীয় নেতা কর্মীদের নিয়ে পিছনের ডালা খোলা ছোট্ট লরিতে করে ঘুরলেন বাগদার সীমান্তবর্তী কয়েকটি গ্রাম, স্থানীয় নেতা কর্মীদের সাথে পায়ে হেঁটে মতবিনিময় করলেন বাগদার নতুন ও পুরাতন বাজারের ব্যাবসায়ীদের চলতি-পথের সাধারণ মানুষের সাথে৷৷

       উল্লেখ্য, অত্র এলাকায় বিজেপি ও জাতীয় কংগ্রেসের সংগঠন সিপিএম এবং তৃনমুল কংগ্রেসের তুলনায় যথেষ্ঠ মজবুথ ছিলনা কিন্তু এরারের লোকসভা নির্বাচনে উক্ত দুই দলের মিছিল, মিটিং ও ভোট প্রচারে বেশ লোকসমাগম হতে দেখা যাচ্ছে৷ উক্ত দুই দলের উত্তর উত্তর লোকসমাগম বৃদ্ধিতে শাসক দলের দু’গ্রুপের ঠেলাঠেলিকেই দায়ী করছেন স্থানীয় বুদ্ধিজীবিরা৷ তাঁদের অভিমত গত লোকসভা নির্বাচনে তৃণমুলের অবস্থা প্রতিকুল থাকলেও ১,২৭,৬১৮ ভোটে বিজয়ী হয়েছিলেন তৃণমুলের গোবিন্দ চন্দ্র নস্কর৷ এবারে তৃণমুলের প্রার্থী মতুয়া মহাসংঘাধিপতি কপিল কৃষ্ণ ঠাকুর হওয়ায় মতুয়াদের এই বাড়তি ভোট কপিল কৃষ্ণ ঠাকুরের বাক্সে পড়ার কথা, সেইঅর্থে ভোটের মার্জিন আরো বাড়ার কথা কিন্তু বর্তমান রাজনৈতিক প্রক্ষাপটে তা হবে কি? এই প্রশ্ন এলাকার জনমনে ঘুরপাক খাচ্ছে৷