জীনের তান্ডব মেহেরানীতে

28/10/2013 08:01

হট নিউজ বাগদা ঃ-

বাগদা থানার মেহেরানী গ্রামে জিনের(ভূত) উপদ্রবে জনমনে আতংকের সৃষ্টি হয়েছে৷ জানা গেছে বাগদা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা রফিউদ্দীন বিশ্বাস মেম্বারের পারিবারিক কবরস্থান থেকে মাটি কেটে রাস্তা নির্মান করার অপরাধে জিনেরা মেম্বার রফিউদ্দীন বিশ্বাসের উপর রুষ্ট হয়ে তাঁদের ক্ষমতা প্রয়োগ করতে থাকে৷ গত ২৩শে অক্টোবর দুপুরে হঠাৎই চোখের সামনে বিচলী গাদায় আগুন ধরে যায় সেটা নেভাতেই সন্ধ্যায়রীতি ঘরের ভিতরে মশারিতে আগুন ধরে যায় সেটা নেভাতেই পাটের গাদায় আগুন ধরে যায় এবং বাংলা ও আরবিতে চিঠি লিখে গ্রামের তিন ব্যক্তিকে পুড়িয়ে মারারও হুমকি প্রদান করে৷ এ সব ঘটনায় মেম্বার রফিউদ্দীন বিশ্বাসের পরিজনেরা রীতিমত ভয়ে জড়োসড়ো হয়ে পীর-মৌলনার সরনাপন্ন হয় এবং তাঁদের দেয়া তাবিজ কবজ ধারন করেন, মন্ত্র শক্তিতে বাড়ি বন্ধ করেন এবং গত ২৬শে অক্টোবর মিলাদ মহাফিলের অনুষ্ঠানে কয়েক শত মুছল্লীকে খিচুড়ী খাওয়ান৷

এ ব্যাপারে সিপিএমের পঞ্চায়েত সমিতির মেম্বার রফিউদ্দীন বিশ্বাস বলেন, মৌখিক ভাবে বাগদা থানার ওসি কে জানিয়েছি এবং জিনের(ভূত)জবানিতে লেখা বাংলা চিঠিটার মধ্যে রাজনৈতিক রহস্যের গন্ধ পেয়েছেন৷