টিএমসির দু'গ্রুপের কাদাছুড়াছুড়ি বাগদায়

13/01/2014 05:41

 

হট রিপোর্ট বাগদা ঃ-

বাগদাতে তৃণমুল কংগ্রেসসের দু’গ্রুপের গোষ্টিদন্দে হঠাৎই বাগদা বিডিও অফিস চত্তর সরগরম হয়ে ওঠে৷ চলতে থাকে বিক্ষোভ ও পাল্টা বিক্ষোভের পালা৷ গত ৯ই জানুয়ারী হেলেঞ্চা আঞ্চলিক মহিলা তৃণমুল কংগ্রেসের সভাপতি মাধুরী সরকারের নেতৃত্ত্বে তৃণমুল যুবার ব্লক নেতা বাপি সরকার, জয়ন্তবাবু, গৌতম বিশ্বাস সহ বেশকিছু তৃণমুল কংগ্রেসের কর্মী সমর্থক বাগদা পঞ্চায়েত সমিতির পুর্ত কর্মাধক্ষ্য কার্ত্তিক বাইনের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি, সিপিএমের সাথে তলেতলে যোগাযোগ এবং দলের মধ্যে গোষ্টিদন্দ তৈরীর অভিযোগে বাগদা বিডিও অফিস চত্তরে বিক্ষোভ দেখান এবং প্রতিকারের উদ্দেশ্যে বাগদা সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রীমতী মানবিকা খাটুয়াকে অবহিত করেন৷ অপর দিকে গত ১০ই জানুয়ারী বাগদা ব্লক তৃণমুল মহিলা কংগ্রেস সমিতির নেত্রী প্রতিমা রায়ের নেতৃত্ত্বে তৃণমুল কংগ্রেসসের ব্লক নেতা তরুন ঘোষ, দীলিপ ঘোষ সহ বেশকিছু তৃণমুল কংগ্রেসের কর্মী সমর্থক বাগদা পঞ্চায়েত সমিতির পুর্ত কর্মাধক্ষ্য কার্ত্তিক বাইনের পক্ষে পাল্টা বিক্ষোভ দেখান এবং বাগদা সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রীমতী মানবিকা খাটুয়াকে অবহিত করেন৷গত ১২ই জানুয়ারী বাগদা ব্লকের মালিপোতা অঞ্চলেও কার্ত্তিক বাইনের পক্ষে পাল্টা বিক্ষোভ দেখানো হয়৷ এছাড়াও বাপি সরকারদের তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের প্রতিবাদে পর্য্যায়ক্রমে বাগদা ব্লকের  বয়রা, কুড়ুলিয়, বাগদা, হেলেঞ্চা এবং বানেশ্বর পুরেও পাল্টা বিক্ষোভ দেখানো হবে বলে ঘোষনা দেন কার্ত্তিক বাইন৷

বাগদা পঞ্চায়েত সমিতির পুর্ত কর্মাধক্ষ্য কার্ত্তিক বাইনের বিরুদ্ধে বাপি সরকারদের অভিযোগ কার্ত্তিক বাবু বিগত পঞ্চায়েত সমিতিতে ভূমি ও বনদপ্তরের কর্মাধক্ষ্য থাকাকালিন সরকারী জমির পাট্টা দেওয়ার নাম করে সাধারন জনগনের কাছ থেকে প্রায় দু’কোটি টাকা, অঙ্গনওয়াড়ীর চাকরী দেবার নাম করে মমতা বিশ্বাসের নিকট থেকে চল্লিশ হাজার টাকা উৎকোচ নিয়েছেন৷ বর্তমানে পঞ্চায়েত সমিতির পুর্ত কর্মাধক্ষ্যের দায়িত্বে এসে ঠিকাদারদের কাজ পাইয়ে দেবার নাম করে মাসোহারা নিচ্ছেন৷ ওঁনার ছেলে হেলেঞ্চা কলেজ নির্বাচনে তৃণমুল কংগ্রেসের টিকিট না পেয়ে সিপিএম সমর্থিত নির্দ্ল প্রার্থী হিসাবে ভোটে লড়ছে৷ বাপিবাবু আরো অভিযোগ করেন, দলে থেকে কার্ত্তিক বাইনের দলবিরোধী কার্যকলাপ অব্যহত রয়েছে এবং তিনি বাগদার বিধায়ক তথা পঃবঃ সরকারের মন্ত্রী ডঃ উপেন্দ্র নাথ বিশ্বাসের নামেও কুৎসা রটাচ্ছেন৷

অন্য দিকে বাগদা পঞ্চায়েত সমিতির পুর্ত কর্মাধক্ষ্য কার্ত্তিক বাইনের বাপি সরকারদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ, বাপি সরকার দলের কে? তার অভিযোগ গুলো সব ভিত্তিহীন৷ বরং সেই বড় দুর্নীতি বাজ তাঁর কেচ্ছা কেলেঙ্কারির বিষয় থানার ডিআইবি পুলিশ ও স্থানীয় নেতানেত্রীদের কাছে খবর নিলেই প্রমানিত হবে৷ তোলবাজদের নির্লজ্জ কর্মে বাধা পড়ায় তাদের গর্ভবতী মহিলাদের মত প্রসব বেদনা উঠেছে তাই তারা আমার বিরুদ্ধে মিথ্যা অপ্রচার করছে৷কার্ত্তিক বাইন আরো বলেন, এই পঞ্চায়েত সমিতিতে এ পর্যন্ত যত জন নির্বাচিত হয়েছেন তাঁদের মধ্যে তারঁ নাম এক নম্বরে কারন তারঁ থেকে বেশীবার এ পর্যন্ত কেউই নির্বাচিত হতে পারেনি৷ তারঁ বক্তব্য, সে যদি এত খারাপ হত তাহলে জনগন নিশ্চই তাঁকে এতবার ভোট দিয়ে নির্বাচিত করতো না৷

দলের মধ্যে দুই নেতার কাদা ছোড়াছুড়িতে বাগদাতে শাসক দলের বিড়ম্বনা লাগামহীন ভাবে বেড়ে চলেছে৷ বিষয়টি নিয়ে তৃণমুল কংগ্রেস নেতৃত্ত্ব সরাসরি মুখ না খুললেও তারা যে রীতিমত অসস্তিতে তা বুঝতে কারো অসুবিধা হয় না৷ তৃণমুল কংগ্রেসের একটি সুত্র জানিয়েছেন, বিষয়টি নিয়ে খুব শিঘ্রিই দুই নেতার বিরুদ্ধে তদন্ত শুরু হতে পারে এবং দোষ প্রমান হলে দল তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে দল পিছপা হবেনা৷