টিএমসি নেতাকে হারিয়ে নির্দলের উল্লাস

কড়া রোদ্দুরের মধ্যে কাউন্টিং এজেন্টদের লম্বা লাইন হেলেঞ্চা বাজারে বাগদা - বয়রা রোডে৷ ছবি- উত্তম সাহা

সিপিএম এর বিজয় উল্লাস পাটকেলগাছার সমর্থকদের৷ ছবি- উত্তম সাহা





পঞ্চায়েত সমিতির নব-নির্বাচিত নির্দল সদস্য মদন উকিলের সমুদয় ছবি গুলো তুলেছেন --- অঞ্জন বিশ্বাস মশ্যমপুর
হট নিউজ বাগদা ঃ-
সদ্য-সমাপ্ত ত্রি-স্তর নির্বাচনে পঞ্চায়েত সমিতির তৃণমুল কংগ্রেস প্রার্থী মন্ত্রী-ঘনিষ্ট তৃণমুল কংগ্রেস নেতা বাগদা পঞ্চায়েত সমিতির সাবেক স্বাস্থ্য-কর্মাধক্ষ্য পরিতোষ সাহাকে পরাজিত করে নির্দল প্রার্থী মদন উকিল বিজয়ের গর্বে একদিকে যেমন উল্লাসিত,উচ্ছাসিত তেমনি বাগদার শীর্ষ নেতার পরাজয়ে তৃণমুল শিবিরে রয়েছে ততটায় হতাশার বাতাবরন৷ সর্ব্বাধিক ভোটে জয়ী এক মাত্র নির্দল প্রার্থী মদন উকিল তৃণমুল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত সমিতির বিরোধী আসনে বসবেন জেনেও মন্ত্রী-ঘনিষ্ট তৃণমুল কংগ্রেস নেতা পরিতোষ সাহাকে পরাজিত করার আনন্দ ও আবেগকে ধরে রাখতে পারিনি অনেক নির্দল সমর্থকই এমনকি কালী মন্দিরের পূজারী দেবু চক্রবর্তীও৷ তাই ফল প্রকাশের সাথে সাথে বাগদা পুরাতন বাজার কালী মন্দিরে ঘটা করে পূজা, বাঁজী ফাঁটানো, বিভিন্ন রাজনৈতিক দলের অনুগামীদের মধ্যে কোলাকুলি ও প্রচুর পরিমানে মিষ্টী বিতরন করে সংবাদ শিরোনামে চলে আসেন নির্দল প্রার্থী মদন উকিল৷ উল্লেখ্য, উক্ত আনন্দোনুষ্ঠানে নির্দল গোষ্ঠির চালক, যার অবদান এই জয়ে অনস্বীকার্য, সেই প্রাক্তন বিধায়ক দুলাল বরের উপস্থিতি পরিলক্ষিত হয়নি৷
