ঠাকুর শ্রী শ্রী অনুকুল চন্দ্রের ১২৮তম আবির্ভাব দিবস উদযাপন বাগদায়
হট নিউজ, বাগদা: ঠাকুর শ্রী শ্রী অনুকুল চন্দ্রের ১২৮তম আবির্ভাব দিবস উপলক্ষ্যে গত ৩০শে ভাদ্র ঠাকুরের অগনিত ও ঋত্ত্বিকগনের সমন্বয়ে এক মহা-মিলন মেলায় পরিনত হলো বাগদা সৎ-সংঘ মন্দির প্রাঙ্গন৷ দিবসটি উদযাপন উপলক্ষ্যে ভক্তরা স্বানন্দে ঠাকুরের গান, আলোচনা, প্রার্থনা ও প্রসাদ গ্রহনের মধ্য দিয়ে সারাটি দিন অতিবাহিত করেন৷ বাগদা সৎ-সংঘ মন্দিরে অনুষ্ঠিত ঠাকুরের এই অনুষ্ঠানে অনুকুল চন্দ্রের দীক্ষিত ভক্তগনের সাথে এলাকার অন্যমতের দীক্ষিতরাও মিলেমিশে একাকার হয়ে যায়৷ তাদেরকেও ভক্তি সহকারে ঠাকুর শ্রী শ্রী অনুকুল চন্দ্রের প্রসাদ গ্রহন করে তৃপ্ত হতে দেখা যায়৷
