তৃণমুলের নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হেলেঞ্চায়

23/03/2014 19:24

হট রিপোর্ট(বাগদা)ঃ-

           লোকসভা নির্বাচনকে ঘিরে বাগদার তৃণমুল কংগ্রেসের দুই শিবিরই পৃথক পৃথক ভাবে সভা-সমাবেশ অব্যাহত রেখেছেন৷ বনগাঁ লোকসভার প্রার্থী কপিল কৃষ্ণ ঠাকুরকে বিপুল ভোটে জেতাবার লক্ষ্যে গত ১৭ই মার্চ্চ হেলেঞ্চা হাই স্কুল মাঠে সভাকরে তৃণমুল কংগ্রেসের বাগদা ব্লক সভাপতি দীলিপ ঘোষ, পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তরুন ঘোষ, প্রাক্তন বিধায়ক দুলাল বর, পঞ্চায়েত সমিতির পুর্ত্য কর্মাধক্ষ্য কার্ত্তিক বাইন, পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ্য প্রতিমা রায় প্রমুখেরা এবং ২০শে মার্চ্চ হেলেঞ্চা কো-অপরেটিভ চত্তরে সভাকরে আঞ্চলিক যুব তৃণমুল কংগ্রেসের সভাপতি মাধুরী সরকার, যুবনেতা বাপি সরকার, তৃণমুল নেতা পরিতোষ সাহা, যুব তৃণমুল কংগ্রেসের ব্লক সভাপতি তুলসী বিশ্বাস প্রমুখ মন্ত্রী ঘনিষ্ঠ তৃণমুল নেতারা৷ যুব তৃণমুল কংগ্রেসের হেলেঞ্চা আঞ্চলিক কমিটি আয়োজিত নির্বাচনী প্রচার সভায় মন্ত্রী ঘনিষ্ঠ তৃণমুল নেতা পরিতোষ সাহা বলেন হেলেঞ্চাতে নির্দলের একটা সংগঠন আছে কিন্তু সেটা কোন সমস্যা নয় গত বারের সাংসদ ১,২৭,৬১৮ ভোটে জিতেছিলেন এবারের প্রার্থী যেহেতু ঠাকুর পরিবারের সেহেতু ২ লক্ষের অধিক ভোটে তাঁকে জেতাবেন তাহলে আপনাদের সন্মান আরো বৃদ্ধি পাবে৷ মিঃ সাহা আরো বলেন, এই বিপুল ভোটে জেতাবার জন্য বেশী পরিশ্রম না করে শুধুমাত্র বাগদার বিধায়ক তথা পশ্চিম বঙ্গ সরকারের অনগ্রসর শ্রেনী কল্যান মন্ত্রী ডঃ উপেন্দ্র নাথ বিশ্বাসের উন্নয়ন কর্মকান্ডের প্রচার করলে ভোট পাওয়ার ব্যাপারটা আরো সহজ হবে৷ তিনি বলেন নির্বাচনের কার্য্যক্রম পরিচালনার জন্য জেলাতে ১৫ সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি হয়েছে, প্রত্যক অঞ্চলেও ১৫ থেকে ১৭ জনের নির্বাচনের কার্য্যক্রম পরিচালনার জন্য কমিটি হবে বলেও জানান৷ মন্ত্রী ঘনিষ্ঠ তৃণমুল নেতা পরিতোষ সাহা ওই দিন থেকে দেওয়াল লিখনের কাজ শুরু করতে নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান৷ উভয় পক্ষই সভা শেষে হেলেঞ্চা বাজারে পৃথক পৃথক মিছিল বের করেন৷ বাগদা ব্লক সভাপতি দীলিপ ঘোষের সভায় হাজার দুই লোকের সমাবেশ ঘটে এবং যুব তৃণমুল কংগ্রেসের সভাপতি মাধুরী সরকারের স্বামী যুবনেতা বাপি সরকারের সভায় শো-চারেক লোকের সমাবেশ ঘটে৷ এ ব্যাপারে যুবনেতা বাপি সরকারকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান ওদের ব্লকের সভা আর তাদের আঞ্চলিক সভা সে কারনে জনসংখ্যা একটু কম তবুও চার শত লোক ১টা অঞ্চলে কম নয়, ওঁদের সভায় এসেছিল ৭টা অঞ্চলের লোক৷ তিনি আরো বলেন, ২২শে মার্চ্চ হেলেঞ্চা নন্দন লজে ব্লক পর্য্যায়ের কর্মীসভা হবে যদিও জায়গা সীমিত সে অনুযায়ী কর্মীদের বলা হচ্ছে৷ ঠিকই, বাপী সরকারের কথা অবশেষে ফলেছে, গত ২২শে মার্চ্চ হেলেঞ্চা নন্দন লজের সভায় হাজার তিনেকের মত কর্মী সমর্থকের সমাগম ঘটে৷ লজের মধ্যে জায়গা সীমিত তাই অনেক কর্মী সমর্থকে লজের বাইরে দাড়িয়ে বক্তব্য শুনতে দেখা গেছে৷ ২২শে মার্চ্চ হেলেঞ্চা নন্দন লজের সভায় বিশিষ্ঠদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী ডঃ উপন্দ্র নাথ বিশ্বাসের আত্ন সহায়ক তন্ময় চক্রবর্তী ও স্থানীয় তৃণমুল কংগ্রেসের নেতা নেত্রী বৃন্দ৷