তৃণমুলের নির্বাচনী প্রচারে এক ঝাঁক তাঁরকা

04/05/2014 19:08

হট রিপোর্ট(বাগদা)ঃ-

              বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমুল প্রার্থী কপিল কৃষ্ণ ঠাকুরের সমর্থনে হেলেঞ্চা হাইস্কুল মাঠে ভোটের প্রচারে চিত্রনায়ক সোহম, হিরন, তনুশ্রী, মানালী, টুসুরা৷ তারকাদের এক নজর দেখার জন্য প্রাকৃতিক বৃষ্টিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বাগদা ব্লকের আবাল-বৃদ্ধ-বনিতা দুপুর থেকে বাঁধ ভাঙ্গা জোয়ারের মত হেলেঞ্চা হাইস্কুলের নির্ধারিত মাঠে এস ভিড় জমাতে থাকে৷ নির্ধারিত সময় বেলা ৩ টার পরপরই তারকারা মঞ্চে পৌছে যায় এবং উপস্থিত তৃণমুল সমর্থকদের কাছে জোড়া ফুলে ভোট প্রার্থনা করেন৷ ওই সময় মঞ্চে কয়েক জন স্থানীয় তৃণমুল নেতৃত্ত্ব উপস্থিত থাকলেও প্রার্থী কপিল কৃষ্ণ ঠাকুর এবং বাগদার বিধায়ক তথা পশ্চিম বঙ্গ সরকারের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী ডঃ উপেন্দ্র নাথ বিশ্বাস বিশেষ কাজের জন্য উপস্থিত থাকতে পারেননি৷

                  উল্লেখ্য, বিকাল সাড়ে চারটার মধ্যে তারকারা অন্য সভার উদ্দেশ্যে হেলেঞ্চা হাইস্কুল মাঠের মঞ্চ ত্যাগ করেন৷ তারকারা চলে যাওয়ার পরও বেশকিছু তৃণমুল সমর্থকদের লরি সভাস্থলে পৌছে৷ দেরিতে আসা তৃণমুল সমর্থকরা তারকারা দর্শনের সৌভাগ্য থেকে বঞ্চিত হয়ে অনেকেই ক্ষোভে ফেটে পড়েন৷