তৃণমুল কংগ্রেসের গোষ্টিদ্বন্দ এবার ছড়ালো হেলেঞ্চা ডঃ বি.আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়েও

হট রিপোর্ট, বাগদা :উঃ২৪পরগনা, উঃ২৪ পরগনার বাগদা ব্লক তৃণমুল কংগ্রেসের গোষ্টিদ্বন্দ এবার ছড়ালো হেলেঞ্চা ডঃ বি.আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়েও৷ ৭ দফা দাবীর ভিত্তিতে কলেজ অধ্যক্ষা কে তৃণমুল ছাত্র পরিষদের দেওয়া এক ডেপুটেশান কে কেন্দ্র করে তৃণমুলের ছাত্র সংগঠনের দু’গ্রুপের সংঘর্ষে এক কলেজ ষ্টাফ ও এক জন ছাত্র আহত হয়েছে বলে তৃণমুল ছাত্র পরিষদের সভাপতি শেখ শাহ আলম হোসেন জানিয়েছে৷ উক্ত মহাবিদ্যালয়েরই তৃণমুল ছাত্র পরিষদের ভি.পি মৃনাল বিশ্বাস ও জি.এস স্বরজিত ঢালী জানায়, শাহ আলমের বক্তব্য সঠিক নয় তারা ডেপুটেশানে কোন বাধা দেয়নি, বহিরাগতদের সমন্বয়ে দিতে আসা ওই ডেপুটেশানটি কলেজের প্রিন্সিপালও নিতে আপত্তি করেছিলেন, তিনি বলেছিলেন দাবীটা যখন ছাত্রদের, তখন তারাই এসে বিষয়টি জানাক, কিন্তু অসংখ্য বহিরাগত প্রিন্সিপাল ম্যাডামের কথায় কর্ণপাত না করে কলেজের এক ছাত্র ও দ্বার রক্ষীকে মারধর করে প্রিন্সিপাল ম্যাডামের রুমে ঢুকে টেবিল চাপড়ে শালিনতা ভূলে বর্বর আচোরন করেছে৷ মহাবিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি প্রাক্তন শিক্ষক নকুল হীরা জানান, ছাত্ররা যে দাবি গুলো জানাতে এসেছিল ইতি মধ্যেই সে-সব কাজ চালু হয়েছে বিজ্ঞান বিভাগ চালুর দাবী অর্থনৈতিক সমস্যার জন্য এই মুহুর্তে মিটানো সম্ভব নয়৷ কলেজের প্রিন্সিপাল রূপলীনা চক্রবর্তী কয়েক জন ছাত্র-ছাত্রীর সাথে প্রায় শ’দুয়েক বহিরাগত বিনা অনুমতিতে সরাসরি প্রিন্সিপাল রুমে ঢুকে টেবিল চাপড়ে অশালিন ভাবে কথাবার্তা বলায় তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন বলে জানান৷ হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের তৃণমুল কংগ্রেসের প্রধান অনিমেশ বাইন পার্টির হাই-কমান্ডের নির্দ্দেশে কলেজে এসে সংঘটিত ঘটনাটিকে ‘লজ্জাজনক’ আখ্যা দিয়ে বলেন, যারা যারা ঘটনাটি ঘটিয়েছে তাঁরা তারই লোক সে কারনে তিনি তাদের কৃত-কর্মের জন্য তাদের হয়ে ক্ষমা চেয়ে বলেছেন, পরবর্তিতে এই ঘটনা আর পূনরাবৃতি হবেনা৷ এই ঘটনাকে কেন্দ্র করে হেলেঞ্চা কলেজে তৃণমুল ছাত্র পরিষদের দু’গ্রুপের গোষ্টিদ্বন্দ তীব্র আকার ধারন করছে, অভিযোগ পাল্টা অভিযোগ, মিছিল, মিটিং, দোষি ব্যাক্তিদের গ্রেফতারের প্রতিবাদে রাস্তা অবরোধ অব্যহত রয়েছে৷ বাগদা ব্লক তৃণমুল ছাত্র পরিষদের একাংশ মহাবিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নকুল হীরা কে অপসারনের দাবীতে হেলেঞ্চার রাস্তায় মিছিল করে৷ গোষ্টিদ্বন্দের কারনে বাগদা ব্লকে ছাত্র রাজনীতির অঙ্গন উত্তপ্ত হওয়ায় হওয়ায় তৃণমুল ছাত্র পরিষদের জেলা সভাপতি আঃ কালাম বাগদা ব্লকের সকল তৃণমুল ছাত্র পরিষদের কমিটি ভেঙ্গে দিয়েছেন বলে সীমান্ত বাংলা প্রতিনিধিকে ফোনে জানিয়েছেন৷
