তৃণমুল কংগ্রেসের গোষ্টিদ্বন্দ আবারও প্রকোট হলো বাগদায়


অনিমা মুন্ডা,বাগদা - ২০১৯ সালে তৃণমুল কংগ্রেসের প্রধান প্রতিপক্ষ বিজেপিকে পশ্চিমবঙ্গ থেকে হটানোর লক্ষ্যে তৃণমুল কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব দলকে আরও শক্তিশালি করতে সকল প্রকার গোষ্টীদ্বন্দ ভূলে এলাকার পুরাতন নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে একত্রে মনোযোগ সহকারে দলটা করার নির্দেশ থাকলেও বগদা ব্লকে দেখা যাচ্ছে তার সম্পুর্ণ ব্যাতিক্রম৷ এখানে দলের নেতা নির্বাচন কে কেন্দ্র করে দলের মধ্যে দু'গ্রুপের গোষ্টিদ্বন্দ দীর্ঘ দিনের৷ আর এই গোষ্টিদ্বন্দের কারনে ব্লকের বিভিন্ন পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতিতে পর্যন্ত অনাস্থা আনার ঘটনা ঘটেছে এবং শেষে তা কার্যকরীও হয়েছে৷ বিগত বিধানভা নির্বাচনে তৃণমুল কংগ্রেসের হেভী ওয়েট প্রার্থী প্রাক্তন মন্ত্রী ও প্রাক্তন সিবিআই কর্তা ড. উপেন্দ্র নাথ বিশ্বাসের পরাজয় তাও একজন পুলিশ কনষ্টবলের পুত্র সামান্য স্কুল মাষ্টারের কাছে৷ এটা যে গোষ্টিদ্বন্দেরই ফসল তা এলাকার সবারই জানা৷ সামনে আবারও পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি নির্বাচন আসন্ন, ঢাকে কাঠি পড়ে গেছে, ইতিমধ্যেই কয়েকটা রাজনৈতিক দল নেমে পড়েছে মাঠে৷ ঘর পোড়া গরু আকাশে সিঁদুরে মেঘ দেখলে যেমন দড়ি ছিড়ে পালায় তেমনি তৃণমুল কংগ্রেসের যথেষ্ট ভোট থাকার সত্ত্বেও শুধুমাত্র গোষ্টিদ্বন্দই কি এবারও কাল হয়ে দাড়াবে ? এই প্রশ্ন আজ ঘুরপাক খাচ্ছে বাগদা ব্লকের তৃণমুল কংগ্রেসের সাধারন কর্মীদের মনের অভ্যান্তরে৷ মাস দুয়েক আগে এই গোষ্টিদ্বন্দ মিটে যাওয়ার মত একটা পরিবেশ তৈরী হচ্ছিল বলে দলীয় সূত্রের খবর৷ কিন্তু আগামী ২১শে জুলাইয়ের ধর্মতলায় শহীদ দিবসের কর্মসূচী বাস্তবায়নের জন্য ২রা জুলাই থেকে ১৮ই জুলাই পর্যন্ত বগদা ব্লকে তৃণমুল কংগ্রেস নেতৃত্ত্ব যে ধারাবাহিক কর্মসূচী গ্রহন করেছিল তাতেও দেখা গেল সেই গোষ্টিদ্বন্দেরই আচ৷ এ ছাড়াও গত ১২ই জুলাই হেলেঞ্চা বাজারে এম.পি অফিস উদ্বোধনে তা হলো আরো প্রকোট৷ বাগদা ব্লকের তৃণমুল কংগ্রেস নেতৃত্বের এহেন আচরনে ব্লকে সাধারন কর্মীরা আজ দিশেহারা, তাদের মনে সেই একই সংশয়, এবার আবার বিগত নির্বচনের পুনরাবৃতি হবে না তো?
