তৃণমুল কংগ্রেসের নির্বাচনী নির্বাচনী কর্ীসভা হেলেঞ্চায়

03/04/2014 14:29

হট রিপোর্ট বাগদা ঃ-

         তপশিলি সংরক্ষিত বনগাঁ লোক সভা কেন্দ্রের অন্যতম প্রার্থী সারা ভারত মতুয়া মহা-সংঘের সঙ্ঘাধিপতি ও প্রধান উপদেষ্টা বীনাপানি ঠাকুরের বড় ছেলে তৃণমুল কংগ্রেসের কপিলকৃষ্ণ ঠাকুরের সমর্থনে গত ১লা এপ্রিল বিকাল ৪টায় বাগদা বিধানসভা তৃণমুল কংগ্রেস নির্বাচনী কমিটির যুগ্ম আহ্বায়ক নন্দদুলাল বসু ও শিখা মন্ডল হেলেঞ্চা হাইস্কুল মাঠে এক কর্মী সভার আয়োজন করেন৷ উক্ত কর্মী সভায় বিশিষ্ঠদের মধ্যে উপস্থিত ছিলেন বাগদার বিধায়ক তথা পঃ বঃ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী ডঃ উপেন্দ্রনাথ বিশ্বাস, বনগাঁ লোক সভা কেন্দ্রের প্রার্থী কপিলকৃষ্ণ ঠাকুর, উঃ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি রহিমা মন্ডল, বনগাঁ উঃ এর বিধায়ক বিশ্বজিৎ দাস, বনগাঁ দঃ এর বিধায়ক সুরজিৎ বিশ্বাস, গোপাল শেঠ, রতন ঘোষ, গোবিন্দ দাস, পরিতোষ সাহা, নিমাই বিশ্বাস, রবীন চক্রবর্তী, তুলসী বিশ্বাস, অরুন সরকার, অমুল্য হালদার, মাধুরী সরকার প্রমুখ৷

        উক্ত কর্মী সভার বক্তাগন বনগাঁ লোক সভা কেন্দ্রের প্রার্থী কপিলকৃষ্ণ ঠাকুর মতুয়া মহা-সংঘের সঙ্ঘাধিপতি ও প্রধান উপদেষ্টা বীনাপানি ঠাকুরের বড় ছেলে হওয়ার সুবাদে ৬১শতাংশ বাড়তি মতুয়া ভোট তৃণমুল কংগ্রেসের মুল ভোটের সাথে যুক্ত হওয়ায় আরো বেশী ভোটে জয়যুক্ত হবার আশা ব্যাক্ত করেছেন৷ প্রার্থী কপিলকৃষ্ণ ঠাকুর চেয়ার ছেড়ে ধূলো-মাটির মধ্যে বসে তাঁর বক্তব্য দান কালে বলেন, প্রার্থী তিনি নন তিনি প্রতিক মাত্র তাই এই নির্বাচনে জয়ের সাফল্যও আপনাদেরই৷