তৃণমুল ছাত্র পরিষদের ডেপুটেশন
হট রিপোর্ট বাগদা ঃ-
গত ২৭শে জুন বাগদা তৃণমুল ছাত্র পরিষদের ছাত্ররা ছাত্র নেতা বিপ্লব সরকারের নেতৃত্ত্বে পাঁচ দফা দাবীর ত্তিভিতে মিছিল সহকারে এসে বাগদার বিডিও সাহেবা শ্রীমতী মালবিকা খাটুয়ার দপ্তরে একটা ডেপুটেশন দেয়৷ তৃণমুল ছাত্র পরিষদের দাবী ১৷বয়রাতে বাঁশকল করে সাধারণ মানুষের প্রতি হয়রানি বন্ধে বি এস এফের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন৷ ২৷ সাগরপুরে বসতি এলাকায় বেআইনি পলট্রি ফার্ম বন্ধের ব্যাবস্থা গ্রহন৷৩৷আই লাইব্রেরীর কাজ দ্রুত করন৷ ৪৷আইটিআই কলেজের কাজ দ্রুত করন৷ ৫৷আষাঢ়ু অঞ্চলে কোদালিয়া নদীর উপর বাঁশের সাঁকো সরিয়ে পাকা ব্রীজ নির্মান করন৷
