তৃণমুল যুবা ও তৃণমুলের প্রতিষ্ঠা দিবস পালিত বাগদায়

01/01/2014 05:36

হট রিপোর্ট বাগদা ঃ-

                 উঃ২৪পরগনা জেলার বাগদা থানায় গত ১লা জানুয়ারী অনুষ্ঠিত হলো তৃণমুল যুবার তৃতীয় বর্ষীয় প্রতিষ্ঠা বার্ষিকী৷ দিবসটি উদযাপন উপলক্ষ্যে বাগদা ব্লক তৃণমুল কংগ্রেস ও তৃণমুল যুবা এক বিশাল মিছিল বাগদা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে৷ পরে তৃণমুল যুবার উদ্যোগে বাগদা হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ করেন৷ সকাল ১১টায় তৃণমুল কংগ্রেস ও তৃণমুল যুবার দলীয় পতাকা উত্তোলন করেন যথাক্র্রমে বাগদা পঞ্চায়েত সমিতির সভানেত্রী শম্পা অধিকারী ও বাগদা গ্রাম পঞ্চায়েত প্রধান পূষ্প সর্দ্দার৷ অন্যআন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৃণমুল যুবার আহ্বায়ক গোপা রায়, বিশ্বজিত চক্রবর্তী, সৌমিক বিশ্বাস, ব্লক তৃণমুল কংগ্রেস নেতা পরিতোষ সাহা, কমল অধিকারী, নিমাই বিশ্বাস, স্বপন সিকদার, ছাত্র নেতা বিপ্লব, বিক্রম, বাবন প্রমুখ৷