দিদিকে বলো কর্মসূচির ঝড় উঠলো বাগদা ব্লকে।
হট নিউজ : বাগদা, বাগদা ব্লকের কনিয়ারা ১ গ্রাম পঞ্চায়েতের পূর্ব হুদা গ্রামে দিদিকে বলো কর্মসূচি অনুষ্ঠিত হয় আজ। বাগদা বিধানসভা তৃণমূল কংগ্রেস কমি
টির চেয়ারম্যান তরুণ ঘোষের নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচীতে বিশিষ্ট নেত্রবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির কার্য্যকরি সভাপতি ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অ্যাডভোকেট অরুপ পাল, আঞ্চলিক সভাপতি শিক্ষক বাপি দাস, যুব নেতা কংকন হালদার প্রমুখ। কোদালিয়া নদীর তীরবর্তী এই গ্রামের মানুষের দীর্ঘ দিনের দাবী হেলেঞ্চা ও কনিয়ারা ১ গ্রাম পঞ্চায়েতের মাঝে এই কোদালিয়া নদীর উপর একটি স্থায়ী সেতু তৈরি হোক। বাগদা বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির চেয়ারম্যান তরুণ ঘোষ মানুষের এই দাবি দাওয়া শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য 'দিদিকে বলো' ৯১৩৭০৯১৩৭০ নম্বরে ফোন করবার অনুরোধ করেন।
