"দিদিকে বলো" বানেশ্বরপুরে, নেতৃত্বে পরিতোষ কুমার সাহা

15/01/2020 17:46



হট রিপোর্ট : হেলেঞ্চা,  রনঘাট অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অসংখ্য আঞ্চলিক নেতা কর্মী সমর্থকদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে বানেশ্বরপুরের ৫৬নং বুথে অনুষ্ঠিত হল "দিদিকে বলো" কর্মসূচী। আজও এই কর্মসূচীর নেতৃত্ব দেন বাগদা পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের সদস্য পরিতোষ কুমার সাহা। 



আজ এই কর্মসূচী চলাকালে বিশিষ্ট নেত্রবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বাগদা বিধানসভার পর্যবেক্ষক রাম চন্দ্র বোস, জেলা পরিষদের সদস্যা অর্চনা বোস, রণঘাট পঞ্চায়েত প্রধান গনেষ রায়, উপপ্রধান সম্রাট মন্ডল, জাকির হোসেন মন্ডল,  বিশেষ এই কর্মসূচীর অংশ হিসাবে ছিল সংগঠিত এক ঝাঁক তৃনমূল কংগ্রেসের সৈনিকদের সুশৃঙ্খল পদযাত্রা সহকারে এলাকার প্রত্যেক বাড়ি বাড়ি পৌঁছে সাধারণ মানুষের সুবিধা অসুবিধার খোঁজ খবর নেওয়া, দিদির ফোন নং যুক্ত ভিজিটিং কার্ড বিলি, দলীয় কর্মীদের মাঝে বাড়তি অক্সিজেন যোগাতে মিটিং, সারাদিন ব্যাপী জনসংযোগ শেষে ওই এলাকার কোন গরীব সাধারণ মানুষের বাড়িতে কলাপাতায় রাতের খাবার খেয়ে রাত্রি যাপন করে পরদিন সকালে সকল আঞ্চলিক নেতা কর্মীদের উপস্থিতিতে সেই এলাকায় দলীয় পতাকা উত্তোলন করে কর্মসূচী সমাপ্ত ঘোষনা করা।


 উল্লেখ্য, একই দিনে 'দিদিকে বলো' কর্মসূচীর মাঝে তৃনমূল কংগ্রেসের শিক্ষা সেলের সদস্যদের নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা সভাও করেন বাগদা পূর্ব ব্লকের সভাপতি পরিতোষ কুমার সাহা। এই সভা শেষে বাগদা ব্লক তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলের শিক্ষক বৃন্দ পৃর্ব ব্লক সভাপতি পরিতোষ সাহার অনুপ্রেরণায় পৃথক ভাবে বানেশ্বরপুর বাজারে "দিদিকে বলো" কর্মসূচীতে অংশ নেয়। এদিনের এই কর্মসূচীতে রণঘাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সীমান্তবর্তী কাশীপুর গ্রামের দাপুটে আঞ্চলিক বিজেপি নেতা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নের আদর্শে অনুপ্রাণিত হয়ে পরিতোষ কুমার সাহার হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা গ্রহনের মাধ্যমে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।