বিডিও চত্তর কে ধূমপান মুক্ত এলাকা ঘোষনা ৷
28/11/2014 08:47

হট রিপোর্ট, বাগদা : বাগদা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রীমতি মালবিকা খাটুয়া তাঁর অফিসের সকল আধিকারিকদের নিয়ে গত ১৭ই নভেম্বর এক গুরুত্বপুর্ণ সভায় সর্ব্বসম্মতিক্রমে বি.ডি.ও অফিস চত্তরকে ধূমপান মুক্ত এলাকা হিসাবে ঘোষনা করলেন৷ সভায় ঘোষনা করা হয়, যদি কোন ব্যাক্তি বা কোন আধিকারিক বা সরকারি কর্মচারী বি.ডি.ও অফিস চত্তরকে ধূমপান করেন তাঁর নিকট থেকে ১০০ টাকা জরিমানা আদায়ের সিদ্ধান্ত গ্রহন করা হয়৷
