নাগরিকত্ব বিল পাশ করানোর জন্য প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ কে ধন্যবাদ জানিয়ে বিজেপির মিছিল ।

14/01/2020 15:01



হট রিপোর্ট : হেলেঞ্চা, নাগরিকত্ব বিল পাশ করানোর জন্য প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ কে ধন্যবাদ জানিয়ে আজ বিকালে বিজেপি ১নং মণ্ডলের পক্ষ থেকে এক মিছিল ও সান্ধ্যকালীন পথসভার আয়োজন করা হয়। মিছিলটি পোদ্দার মোড় থেকে শুরু করে বানেশ্বরপুর বাজারে এসে বানেশ্বরপুর বাজারের সান্ধ্যকালীন পথসভা স্থলে এসে শেষ হয়। সান্ধ্যকালীন পথ সভায় বিশিষ্ট নেত্রবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বারাসত জেলা সভাপতি শংকর চ্যাটার্জি, জেলা সহঃসভাপতি অমৃত লাল বিশ্বাস, জেলা সম্পাদক চন্দ্রকান্ত দাস, ১নং মণ্ডলের সভাপতি সুজয় বিশ্বাস, ১নং মণ্ডলের সংখ্যালঘু মোর্চার সভাপতি সঞ্জীব পারভেজ, প্রদীপ সাহা প্রমুখ।