নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানী

হট রিপোর্ট(বাগদা)উঃ২৪পরগনাঃ-
উঃ২৪পরগনার বাগদাতে পিতৃহীন নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানীর ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার হল গৃহশিক্ষক৷ ঘটনাটি ঘটলো বাগদার নোনচাপোঁতা গ্রামে৷ মামার বাড়ীতে থাকা ষষ্ঠ শ্রেনীর ছাত্রী সরস্বতী হালদারকে একই গ্রামের শুশিল চৌধুরীর ছেলে সুমন চৌধুরী(২৮)প্রাইভেট পড়াতো৷ গত ১৪ইমে বিকালে সরস্বতী(১২)পড়তে এলে সুমন ঘরের মধ্যে ডেকে দরজা আটকিয়ে জোর পুর্ব্বক শ্লীলতাহানী করে বলে অভিযোগে প্রকাশ৷ পরে ঘটনাটি এলাকায় জানাজানি হতেই স্থানীয় লোকজন সৌমেন চৌধুরীকে ধরে পুলিশের হাতে সোপর্দ্দ করে৷ বর্তমানে সে বনগাঁ মহকুমা আদালতের নির্দ্দশে ১৪ দিনের পুলিশ হেফাজতে রয়েছে৷
