নাবালিকা ধর্ষনের ঘটনা ঘটলো বাগদায়

হট রিপোর্ট বাগদা উঃ২৪পরগনাঃ-
দুই বন্ধুতে পূর্ব পরিকল্পিত ভাবে ছক কসে এক নাবালিকার ধর্ষনের ঘটনা ঘটলো উঃ২৪পরগনা জেলার বাগদা থানার চ্যাঙ্গা শ্বশানের কাছে এক পাট ক্ষেতে৷ জানা গেছে গত ১৪ই জুন দুপুরে বাগদা আশ্রম পাড়ার এক নাবালিকা চ্যাঙ্গা গ্রামের তার দিদির বাড়ী থেকে একাই হেঁটে বাড়ী ফেরার সময় রাস্তায় তার পূর্ব পরিচিত কোলা গ্রামের বাসিন্দা দীপংকর চৌধুরীর সাথে দেখা হলে সে তার সাইকেলে উঠে চ্যাঙ্গা শ্বশানের রোড দিয়ে বাড়ী ফেরার সময় পূর্ব পরিকল্পনানুযায়ী এক পাট ক্ষেতের কাছে দাড়িয়ে থাকা বন্ধু ও দীপংকর নাবালিকাকে জোর পূর্ব্বক পাট ক্ষেতের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষন করে বলে ধর্ষিতার পিতা বাগদা থানায় অভিযোগ করেন৷ অভিযোগ কারী জানান, তার মেয়ের চিত্কার শুনে পাশের ক্লাবের ছেলেরা ঘটনা স্থলে ছুটে আসলে ধর্ষকরা পালিয়ে যায়৷ এ ব্যাপারে বাগদা থানায় নাবালিকা ধর্ষনের মামলা হয়েছে দীপংকর চৌধুরী গ্রেফতার হয়েছে পালাতক অন্য জনের খোজ চলছে৷
