নারীঘটিত ব্যাপারকে কেন্দ্র দুটি গ্রুপের সংঘর্ষে মহিলা সহ আহত তিন

23/04/2014 12:54

হট রিপোর্ট বাগদা ঃ-

       নারীঘটিত ব্যাপারকে কেন্দ্র করে বাগদা ব্লকের মন্ডবঘাঁটা গ্রামে তৃণমুল কংগ্রেসের দুটি গ্রুপের সংঘর্ষে মহিলা সহ ৩জন আহত হয়ে বাগদা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে৷ আহত তাপসী ঘরামী(২৮) জানিয়েছে গত ১৮ই এপ্রিল সকালে পূর্ব শত্রুতার কারনে একই গ্রামের বিপ্লব বিশ্বাস(৩৬) হঠাৎই তার দেবর সঞ্জয় ঘরামী(২৯)কে টর্চ্চলাইট দিয়ে এলোপাতাড়ী পেটাতে থাকে এতে সঞ্জয়ের মাথা ফেঁটে প্রচন্ড রক্তক্ষরন হতে দেখে তিনি দেবর সঞ্জয়ের কাছে এগিয়ে যেতেই বিপ্লব বিশ্বাসের ছোঁড়া ইটের আঘাতে তিনিও মারাত্নক ভাবে আহত হন৷ অপর দিকে বিপ্লব বিশ্বাস জানিয়েছেন তার স্ত্রীর সাথে পড়শী সঞ্জয় ঘরামীর অবৈধ সম্পর্ক ছিল এবং সেই তার সংসারটাকে ভেঙ্গে দিয়েছে, ঠিক এই নির্মম সত্য কথাটা সঞ্জয়কে বলতেই উত্তেজিত সঞ্জয় ঘরামী মেরে তার মাথা ফাটিয়ে রক্তাক্ত করে দেয়৷

      এই সংঘর্ষের ব্যাপারে হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান নিখিল ঘোষ বলেন, একটা বিশেষ রাজনৈতিক দলের মদতেই এই মারামারি সংঘটিত হয়েছে৷ তিনি আরো বলেন, বিগত নির্বাচনে সঞ্জয় ঘরামী ও তাপসী ঘরামীরা নির্দলে ভোট দিয়ে দিয়েছিল এটাই ওদের বড় অপরাধ৷ তিনি তৃণমুলকর্মী বিপ্লব বিশ্বাসকে বেইমান আখ্যা দিয়ে বলেন, তিনি এবং তার ভাই বিপ্লবের জন্য অনেক কিছু করেছেন তবুও সে তাদের বিপক্ষে অবস্থান নিয়েছে৷ সে একাধিক বিবাহ থেকে শুরু করে বিভিন্ন রকম নেশায়ও আশক্ত বলে অভিমত ব্যাক্ত করেন৷