নির্দলের পতাকা জলে জঙ্গলে উত্তেজনা


হট নিউজ(বাগদা)ঃ-
বাগদা গ্রাম পঞ্চায়েতের অধীন সাগরপুর গ্রামে নির্দল প্রার্থীদের পতাকা জঙ্গলে ও কৃত্তিম নির্দল বৃক্ষটি বেতনার জলে ভাষতে দেখে অত্র এলাকার পরিবেশ উত্তপ্ত হচ্ছে৷ এ ঘটনায় নির্দল প্রার্থীদের সন্দেহের তীর তৃণমুলের দিকেই৷ অপর দিকে তৃণমুল নেতৃত্ত্বের অভিযোগ নির্দল প্রার্থীরাই ঘোলা জলে মাছ শিকারের আশায় এসব নাটক করে চলেছে৷ জনগন কখনো এসব নাটক বিশ্বাস করবেনা তারা এলাকার উন্নয়নের বৃহত্তর স্বার্থে চেয়ার কুড়ুল নয় ঠিকই জোড়া ফুলে ছাপদিয়ে বিপুল ভোটে তৃণমুল প্রার্থীদের জয়যুক্ত করবে৷
